অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

উড়ান প্রকল্পে পাঁচ বছরে বার্ষিক যাত্রী সংখ্যা ২ লক্ষ ৬০ হাজার থেকে বেড়ে ৩৩ লক্ষে পৌঁছেছে

Posted On: 21 JUL 2022 2:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২২

অসামরিক বিমান চলাচল মন্ত্রক দেশের বিভিন্ন অঞ্চলে আকাশপথে যোগাযোগ বাড়াতে ও দেশের সাধারণ মানুষকে ব্যয় সাশ্রয়ী মূল্যে আকাশপথে ভ্রমণের সুযোগ করে দিতে ২০১৬ সালের ২১ অক্টোবর আঞ্চলিক যোগাযোগ প্রকল্প – উড়ান (উড়ে দেশ কা আম নাগরিক)-এর সূচনা করে। এখনও পর্যন্ত সারা দেশে চালু রয়েছে ৪২৫টি উড়ান পথ, যা দেশের ৬৮টি উড়ান বিমানবন্দর এবং ২টি জল, অ্যারোড্রোম ও ৮টি হেলিপোর্ট – এর সঙ্গে যুক্ত রয়েছে।

সরকার বিভিন্ন রাজ্যে অব্যবহৃত বিমানবন্দরগুলি পুনর্নির্মাণের জন্য ৪ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে।

লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে একথা জানান অসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী (অবসরপ্রাপ্ত) জেনারেল ডঃ ভি কে সিং।

PG/PM/SB


(Release ID: 1843488) Visitor Counter : 140


Read this release in: English , Urdu , Malayalam