যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

মোবাইল টাওয়ার বসানো

Posted On: 20 JUL 2022 3:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০  জুলাই, ২০২২

পশ্চিমবঙ্গ সহ দেশের গ্রামাঞ্চলে আদিবাসী অধ্যুষিত অঞ্চল এবং পার্বত্য অঞ্চলে ইউনির্ভাসাল সার্ভিস অবলিগেশন ফান্ড (ইউএসওএফ) এবং টেলিকম সার্ভিস প্রোভাইডার্স (টিএসপিএস)-এর মাধ্যমে কেন্দ্র মোবাইল পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই পর্বে পশ্চিমবঙ্গের ৯৬টি মোবাইল টাওয়ার চরম বাম উগ্রপন্থা প্রভাবিত অঞ্চলে বসানো হয়েছে। দ্বিতীয় পর্বে রাজ্যের ৩৩টি অঞ্চলে মোবাইল টাওয়ার বসানোর প্রস্তাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুমোদন দিয়েছে। সীমান্তবর্তী যেসব অঞ্চলে মোবাইল পরিষেবা ছিল না, সেখানে এই পরিষেবা পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগের আওতায় পশ্চিমবঙ্গের একটি সহ দেশের মোট ৩৫৪টি গ্রামে মোবাইল সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চেন্নাই এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে সমুদ্রের তলদেশ দিয়ে ফাইবার কেবল বসানো হয়েছে। এরফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যেসব গ্রামে মোবাইল পরিষেবা ছিল না সেখানে এবং ২২৩ নং জাতীয় সড়ক বরাবর মোবাইল পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ৪ গিগাবাইট পিএস ব্যান্ডউইথ পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কেন্দ্র ২০১৯-এর ২৩-এ অক্টোবর বিএসএনএল পুনরুজ্জীবনের জন্য বিশেষ পরিকল্পনা অনুমোদন করেছে। এরফলে 4G মোবাইল পরিষেবা সহ দেশজুড়ে তারের সংযোগ ছাড়াই ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গও এর মাধ্যমে উপকৃত হবে। এছাড়াও গ্রামাঞ্চলে পাবলিক ডেটা অফিসের সম্প্রসারণ ঘটিয়ে ফাইবার টু দ্য হোম পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএসএনএল-কে ভারত নেটের পরিচালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। এরফলে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে ফাইবার টু দ্য হোম পরিষেবা বৃদ্ধি পেয়েছে। ২০১৫-১৬ থেকে ২০২২-২৩এ (২০২২-এর ৩০ জুন পর্যন্ত প্রাপ্ত হিসেবে অনুযায়ী) বিএসএনএল ২২ লক্ষ ১০ হাজার ৬৪৪টি ফাইবার টু দ্য হোম সংযোগ পৌঁছে দিয়েছে। এই পরিষেবার বার্ষিক বৃদ্ধির হার ৭১.৬৫ শতাংশ।

লোকসভায় বুধবার এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন যোগাযোগ প্রতিমন্ত্রী শ্রী দেবুসিং চৌহান।

PG/CB/NS



(Release ID: 1843401) Visitor Counter : 95


Read this release in: English , Urdu