নারীওশিশুবিকাশমন্ত্রক
শিশু সুরক্ষায় কেন্দ্রীয় উদ্যোগ
Posted On:
20 JUL 2022 2:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ জুলাই, ২০২২
শিশুর অধিকার রক্ষা সম্পর্কিত জাতীয় কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, লকডাউনের সময়কালে শিশুদের ঘর-বাড়ি ছেড়ে অবৈধ শিশুশ্রম, চোরাচালান কিংবা বাধ্যতামূলকভাবে বিয়ের কোনও ঘটনার খবর নেই।
আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি। তিনি বলেন, নাবালকদের বিচার সম্পর্কিত আইন, ২০১৫-র আওতায় নারী ও শিশু বিকাশ মন্ত্রক থেকে একটি বিশেষ হেল্পলাইনও চালু করা হয়। এই হেল্পলাইনটি বর্তমানে দেশের ৬০৩টি জেলা ও অঞ্চলে এবং ১৩৮টি রেল স্টেশনে কার্যকর রয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনার প্রতিরোধে ‘নির্ভয়া তহবিল’-এর আওতায় কয়েকটি প্রকল্প ও কর্মসূচির কাজও হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় সিসিটিভি সংস্থাপনের জন্য ৩৩০টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে।
PG/SKD/DM/
(Release ID: 1843192)