কৃষিমন্ত্রক

কৃষকদের আয় ও উপার্জন বাড়াতে সরকারি পদক্ষেপ

Posted On: 19 JUL 2022 6:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ জুলাই, ২০২২

 

কৃষকদের আয় ও উপার্জন দ্বিগুণ করা সম্পর্কিত বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে এবং এ সম্পর্কিত নির্দিষ্ট লক্ষ্যপূরণের জন্য প্রয়োজনীয় কৌশলসূত্র উদ্ভাবন করতে কেন্দ্রীয় সরকার ২০১৬-র এপ্রিলে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে। কমিটির পক্ষ থেকে একটি চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় ২০১৮-র সেপ্টেম্বর মাসে। ঐ রিপোর্টে বিভিন্ন নীতি অবলম্বন, সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ ও কর্মসূচি রূপায়ণের মাধ্যমে কৃষকদের আয় দ্বিগুণ করার কৌশলসূত্র পেশ করা হয়। কৃষিকে একটি মূল্যবান কর্মপ্রচেষ্টা হিসেবে চিহ্নিত করে প্রস্তাব করা হয় শস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি, গবাদি পশুর উন্নয়ন, সহায়সম্পদের দক্ষ ব্যবহার, উৎপাদন ব্যয় হ্রাস, উচ্চমানের ফলনশীল শস্য চাষের ক্ষেত্রে বৈচিত্র্যকরণ, কৃষকদের জন্য উৎপাদিত পণ্যের প্রকৃত মূল্য বৃদ্ধি, কৃষির সঙ্গে যুক্ত অতিরিক্ত ও উদ্বৃত্ত মানবসম্পদকে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত করা ইত্যাদি।

মঙ্গলবার লোকসভায় প্রশ্নোত্তরকালে এ তথ্য পেশ করেন কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর। তিনি জানান, কৃষকদের আয় ও উপার্জন বৃদ্ধির লক্ষ্যে সরকার বেশ কয়েকটি উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগও রয়েছে। এই উদ্যোগগুলির মধ্যে ছিল – কৃষিক্ষেত্রে আত্মনির্ভর প্যাকেজের ব্যবস্থা, ১ লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো তহবিল গঠন, পিএম কিষাণ কর্মসূচির আওতায় সহায়ক আয় হস্তান্তর, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় শস্য বিমা, প্রধানমন্ত্রী কৃষি সিচাঁই যোজনার অধীনে উন্নত সেচ ব্যবস্থা, সকল ধরনের খরিফ ও রবি শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি, পিএম আশা প্রকল্পের আওতায় নতুন শস্য সংগ্রহ নীতি, উৎপাদন খাতে ঋণ সহায়তার লক্ষ্যে কিষাণ ক্রেডিট কার্ড চালু, কৃষিকে সকল ধরনের আবহাওয়ার উপযোগী করে তোলার লক্ষ্যে নিরন্তর কৃষিকর্ম সম্পর্কিত জাতীয় মিশন, কৃষি সম্পর্কিত কর্মপ্রচেষ্টার সবক’টি ধাপে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ, ভারতীয় কৃষি ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে ড্রোন প্রযুক্তির ব্যবহার ইত্যাদি। এছাড়াও, মৌমাছি পালন, রাষ্ট্রীয় গোকুল মিশন, নীল বিপ্লব, কৃষি বনায়ন, পুনর্গঠিত ব্যাম্বু মিশন সহ আরও কিছু কর্মসূচির কাজও হাতে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন শ্রী নরেন্দ্র সিং তোমর।

 

PG/SKD/DM/



(Release ID: 1843166) Visitor Counter : 143


Read this release in: English , Urdu