সংস্কৃতিমন্ত্রক
প্রতিষ্ঠার সূচনাকাল থেকে জাতীয় সংস্কৃতি তহবিল ৫২টি প্রকল্পের কাজ সম্পূর্ণ করেছে
Posted On:
19 JUL 2022 6:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ জুলাই, ২০২২
একটি ট্রাস্ট হিসেবে জাতীয় সংস্কৃতি তহবিল (এনসিএফ) গঠিত হয় ১৯৯৬ সালে। এটি পরিচালনার দায়িত্বে রয়েছে একটি প্রশাসনিক পরিষদ ও পরিকল্পনা কার্যকর কমিটি। পরিষদের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী এবং কমিটির শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি সচিব। জাতীয় সংস্কৃতি তহবিলের মূল লক্ষ্য হল সরকারি ও বেসরকারি ক্ষেত্র এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রক্ষা করে সংস্কৃতি ও ঐতিহ্য ক্ষেত্রে এক যৌথ অংশীদারিত্ব গড়ে তোলা যার মাধ্যমে ভারতের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার কাজ অব্যাহত রাখা যায়। প্রতিষ্ঠার সূচনাকাল থেকে জাতীয় সংস্কৃতি তহবিল এ পর্যন্ত ৫২টি প্রকল্পের কাজ সম্পূর্ণ করেছে।
মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য পেশ করেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন সংক্রান্ত দপ্তরের মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি।
PG/SKD/DM/
(Release ID: 1843164)
Visitor Counter : 206