পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানী বিষয়ে শ্রী হরদীপ সিং পুরীর পৌরহিত্যে বৈঠক

Posted On: 04 JUL 2022 8:26PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৪  জুলাই, ২০২২

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরীর পৌরহিত্যে পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানীর বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক আয়োজিত এই বৈঠকে দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলী, দপ্তরের সচিব সহ ঊর্ধ্বতন আধিকারিকরা এবং রাষ্ট্রায়ত্ত্ব তেল ও প্রাকৃতিক গ্যাস সংস্থাগুলির উচ্চপদস্থ আধিকারিক ছাড়াও জ্বালানী ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শ্রী পুরী বলেন, জীবাশ্ম জ্বালানী শিল্প যেসব সমস্যার সম্মুখীন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানী যাতে সেগুলিকে অতিক্রম করতে পারে তার জন্য পরিকল্পনা করতে হবে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে জ্বালানী ক্ষেত্রে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১২ লক্ষ কোটি টাকার জ্বালানী আমদানী করতে হয়। তাই বিকল্প জ্বালানী হিসেবে পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানীর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং প্রচুর প্রাকৃতিক সম্পদের কারণে ভারতে পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানী উপাদনের সুবিধা রয়েছে। একে ভবিষ্যতের জ্বালানী বলে উল্লেখ করে শ্রী পুরী নির্দিষ্ট সময়ের মধ্যে হাইড্রোজেন উপাদনের ওপর গুরুত্ব দেন। ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ব তেল ও গ্যাস সংস্থাগুলি এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মন্ত্রী আরও জানান ক্রমবর্ধমান বৃহ অর্থনীতি হিসেবে ভারত পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানীর এক বড় কেন্দ্র হয়ে উঠতে চলেছে।

বৈঠকে অংশগ্রহণকারীরা জানান ২০৫০ সালের মধ্যে ১২-১৩ লক্ষ কোটি মার্কিন ডলারের হাইড্রোজেন জ্বালানী শিল্প গড়ে ওঠার সম্ভাবনা ভারতে রয়েছে। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কি কি উদ্যোগ হাতে নেওয়া হয়েছে তা নিয়ে মতবিনিময় হয়েছে। অংশগ্রহণকারীরা কিছু কিছু সমস্যার প্রসঙ্গ তুলে বলেন, এগুলির দ্রুত সমাধান করা প্রয়োজন।

PG/CB/NS



(Release ID: 1839367) Visitor Counter : 122


Read this release in: English , Urdu , Hindi