প্রতিরক্ষামন্ত্রক
ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনী সফলভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত লেজার নিয়ন্ত্রিত এটিজিএম – এর পরীক্ষা করেছে
प्रविष्टि तिथि:
28 JUN 2022 9:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ জুন, ২০২২
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং ভারতীয় সেনাবাহিনী আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের সহায়তায় আমেদনগরে ২৮ জুন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক অর্জুন থেকে দেশীয় প্রযুক্তিতে নির্মিত লেজার নিয়ন্ত্রিত ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র (এটিজিএম)- এর সফলভাবে পরীক্ষা করেছে। পরীক্ষা চলাকালীন এই ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে।
দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই ক্ষেপণাস্ত্র যুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত বিস্ফোরক বোঝাই যানবাহনকে আঘাত হানতে সক্ষম। অর্জুন ট্যাঙ্কের ১২০ মিলিমিটার রাইফেল থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনীকে সফলভাবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য অভিনন্দন জানিয়েছেন। এর ফলে, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত অভিযানে আরও একধাপ এগোনো সম্ভব হবে। প্রতিরক্ষা দপ্তরের গবেষণা ও উন্নয়ন শাখার সচিব এবং ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ জি সতীশ রেড্ডিও লেজার চালিত এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হওয়ায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
PG/CB/SB
(रिलीज़ आईडी: 1837915)
आगंतुक पटल : 263