ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় খাদ্য সুরক্ষা আইন ২০১৩-র আওতায় আন্তঃ-রাজ্য পরিবহণ, খাদ্যশস্য ব্যবস্থাপনা এবং রেশন ডিলারদের কমিশন বাবদ ব্যয় মেটানোর জন্য রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া কেন্দ্রীয় সহায়তার বিধিনিয়ম সংশোধন করল কেন্দ্র

प्रविष्टि तिथि: 25 MAY 2022 6:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ মে, ২০২২

 

২৩শে মে, ২০২২ –এ জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় খাদ্য সুরক্ষা আইন ২০১৩-র আওতায় আন্তঃ-রাজ্য পরিবহণ, খাদ্যশস্য ব্যবস্থাপনা এবং রেশন ডিলারদের কমিশন বাবদ ব্যয় মেটানোর জন্য রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া কেন্দ্রীয় সহায়তার বিধিনিয়ম সংশোধন করল খাদ্য ও গণবন্টন দপ্তর।

কেন্দ্রীয় সহায়তার সংশোধিত বিধিনিয়ম নীচের সারণীতে দেওয়া হল। যেসব রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল ১২ নম্বর ধারায় উল্লেখিত সংস্কার এবং বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশাবলী মেনে চলে তাদের ক্ষেত্রে এই সংশোধিত বিধিনিয়ম পয়লা এপ্রিল, ২০২২ থেকে কার্যকর হবে।

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিভাগ

ব্যয়ের বিধিনিয়ম (প্রতি কুইন্টালে টাকায়)

কেন্দ্রের ভাগ (শতাংশের হিসেবে)

আন্তঃ-রাজ্য চলাচল এবং ব্যবস্থাপনা

রেশন ডিলারদের কমিশন

মূল

পয়েন্ট অফ সেল ডিভাইসের মাধ্যমে বিক্রির জন্য অতিরিক্ত কমিশন

 

সাধারণ

৭০

৯০

২১

৫০

বিশেষ

১০৫

১৮০

২৬

৭৫

আগেকার বিধিনিয়ম এবং সংশোধিত বিধিনিয়মের মধ্যে তুলনা :

 

রাজ্যগুলির বিধান

আগের বিধিনিয়ম (প্রতি কুইন্টালে টাকা)

সংশোধিত বিধিনিয়ম (প্রতি কুইন্টালে টাকা)

আন্তঃ-রাজ্য চলাচল

সাধারণ বিভাগের রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল

৬৫

৭০

রেশন ডিলারদের কমিশন

৭০

৯০

অতিরিক্ত কমিশ

১৭

২১

আন্তঃ-রাজ্য চলাচল

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য, হিমালয় পরিবেষ্টিত রাজ্য এবং দ্বীপ রাজ্য

১০০

১০৫

রেশন ডিলারদের কমিশন

১৪৩

১৮০

অতিরিক্ত কমিশ

১৭

২৬

জাতীয় খাদ্য সুরক্ষা আইন ২০১৩-য় আন্তঃ-রাজ্য পরিবহণ এবং রেশন ডিলারদের কমিশনের জন্য রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় সহায়তাদানের সংস্থান রাখা হয়েছে, যাতে এই খরচগুলি উপভোক্তাদের উপর না চাপে এবং দেশের সর্বত্র এই আইনের আওতায় খাদ্যশস্যের দাম একই থাকে। ২০১৫ সালে প্রথম এই বিধিনিয়মগুলি স্থির করা হয়েছিল।

জাতীয় খাদ্য সুরক্ষা আইন ২০১৩ চালু হওয়ার তিন বছর পর কেন্দ্রীয় সহায়তার বিধিনিয়মগুলি পুনর্বিবেচনা করা হয়। কেন্দ্রীয় মন্ত্রীসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদন দিয়ে এই বিধিনিয়মগুলি সংশোধন করা হয়।

কেন্দ্রীয় সহায়তা পাওয়ার জন্য রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। একটি হল সাধারণ বিভাগ এবং অপরটি বিশেষ বিভাগ। উত্তর-পূর্বাঞ্চল, পাহাড়ি এলাকা এবং দ্বীপ এলাকায় থাকা রাজ্যগুলিকে বিশেষ বিভাগে রাখা হয়েছে। অন্য রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে রাখা হয়েছে সাধারণ বিভাগে। খাদ্যশস্য সরবরাহের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির জন্য বিশেষ বিভাগের অন্তর্গত রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্রীয় সহায়তার হার বাড়ানো হয়েছে। এই বর্ধিত হার দেশজুড়ে ৫ লক্ষেরও বেশি রেশন দোকানের আর্থিক সক্ষমতা বাড়াবে।

 

CG/SD/SKD/


(रिलीज़ आईडी: 1828494) आगंतुक पटल : 513
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Odia