পঞ্চায়েতিরাজমন্ত্রক
azadi ka amrit mahotsav

পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করে তোলা

प्रविष्टि तिथि: 06 APR 2022 4:31PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ এপ্রিল, ২০২২

 

সম্পদ সৃষ্টি এবং ক্ষমতা হস্তান্তরের উপর পঞ্চায়েতগুলির সার্বিক কাজকর্ম নির্ভর করে। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক পঞ্চায়েতগুলিকে আরও ক্ষমতা দেওয়ার জন্য রাজ্যগুলির সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলে। পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করে তুলতে ও তাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় সহায়তাপুষ্ট রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। একইভাবে, অর্থ কমিশনের পক্ষ থেকেও পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির মধ্যে বিতরণের জন্য তহবিল বরাদ্দ করা হয়। সেই অনুসারে পঞ্চদশ অর্থ কমিশন ২০২০ থেকে ২০২৬ পর্যন্ত পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করে তুলতে ২ লক্ষ ৯৭ হাজার ৫৫৫ কোটি টাকা মঞ্জুর করেছে। 

পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পর্যাপ্ত সংখ্যায় প্রয়োজনীয় কর্মী কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়। পঞ্চায়েতি রাজ মন্ত্রক এব্যাপারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিভিন্ন সময় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। সংবিধানের ২৪৩এইচ ধারা অনুসারে রাজ্য আইনসভাগুলি লেভি আরোপ, উপযুক্ত কর, শুল্ক, টোল  সংগ্রহ এবং মাশুল আদায়ের ক্ষমতা পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলিকে দিতে পারে। একইভাবে সংবিধানের ২৪৩-আই ধারা অনুসারে রাজ্যপাল পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য প্রতি পাঁচ বছরে রাজ্য অর্থকমিশন গঠন করতে পারেন। এই কমিশন পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করে তুলতে পরামর্শ দেয়। 

মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে পঞ্চায়েতগুলিকে ২৮টি বিষয়ে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। 

রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান পঞ্চায়েতি রাজ প্রতিমন্ত্রী শ্রী কপিল মোরেশ্বর পাটিল।

 

CG/BD/SKD/


(रिलीज़ आईडी: 1814318) आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Manipuri