স্বরাষ্ট্র মন্ত্রক

সাইবার প্রতারণায় ক্ষতিগ্রস্তদের জন্য হেল্পলাইন

Posted On: 06 APR 2022 4:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ এপ্রিল, ২০২২

 

সিটিজেন ফিনান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমে যারা আর্থিক প্রতারণা সংক্রান্ত অভিযোগ দায়ের করতে চান, তাদের সাহায্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 1930 হেল্পলাইন নম্বর (আগে এই নম্বরটি ছিল 155260) চালু করেছে। এই নম্বরে ফোন করে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল www.cybercrime.gov.in – এ অভিযোগ জানানোর বিষয়ে সাহায্য পাওয়া যাবে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস্ ব্যুরো থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১৯ সালের ৩০ অগাস্ট থেকে ২০২২ সালের ৩০ মার্চ পর্যন্ত ১ লক্ষ ৭৫ হাজার ৪৯৪টি আর্থিক প্রতারণা সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। এই অভিযোগগুলির তদন্ত সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন করে থাকে। তবে, ক্রাইম রেকর্ডস্ ব্যুরো’র কাছে দায়ের হওয়া অভিযোগগুলির মধ্যে কতগুলি নিষ্পত্তি হয়েছে, সে সংক্রান্ত তথ্য নেই।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী অজয় কুমার মিশ্র।

 

CG/CB/SB



(Release ID: 1814195) Visitor Counter : 565


Read this release in: English , Urdu