সারওরসায়নমন্ত্রক

দেশীয় ওষুধের প্রসার

Posted On: 01 APR 2022 3:37PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০১ এপ্রিল, ২০২২
 
আয়তনের দিক থেকে ভারতীয় ফার্মাসিউটিক্যাল শিল্প বিশ্বের তৃতীয় বৃহত্তম। ২০২০-২১ আর্থিক বছরে ভারত ১ লক্ষ ৮০ হাজার ৫৫১ কোটি টাকার ওষুধ রপ্তানি করেছে। একই আর্থিক বছরে বাল্ক ড্রাগস/ ড্রাগ ইন্টারমিডিয়েট রপ্তানির পরিমাণ ৩২ হাজার ৮৫৭ কোটি টাকা। 
 
সরকার দেশে উৎপাদিত ওষুধের প্রসার ও উন্নয়নের জন্য এবং দেশীয় উৎপাদনকে উৎসাহ দিতে সর্বতো প্রয়াস চালাচ্ছে। 
 
• ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে দেশে ক্রিটিক্যাল কী স্টার্টিং মেটিরিয়াল (কেএসএম)/ ড্রাগ ইন্টারমিডিয়েট এবং ওষুধের সক্রিয় উপাদানগুলি উৎপাদনের উপর উৎসাহভাতা প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে ২০২০-২১ থেকে ২০২৯-৩০ সময়সীমায় মোট ৬ হাজার ৯৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই ৪৯টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট বিনিয়োগের পরিমাণ ৩৬৮৫.৩৮ কোটি টাকা।
• ২০২০-২১ থেকে ২০২৮-২৯ সময়সীমায় ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রের জন্য আরও একটি উৎপাদন নির্ভর উৎসাহদান প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১৫ হাজার কোটি টাকা। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ভারতের ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে বিনিয়োগ ও উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং উচ্চমূল্যের ওষুধের পণ্য বৈচিত্রকরণ। এর আওতায় এপর্যন্ত ৫৫টি কোম্পানীকে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে অন্যান্য ওষুধের সঙ্গে ওষুধের সক্রিয় উপাদান (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট - এপিআই)ও রয়েছে।
• দপ্তরের উদ্যোগে এপিআই ওষুধ সংস্থাগুলিকে সাহায্য করার জন্য একটি প্রকল্প চালু করা হয়েছে। এর আওতায় তিনটি বাল্ক ড্রাগ পার্ক গড়ে তুলতে রাজ্যগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
• এছাড়া ফার্মাসিউটিক্যাল শিল্প ক্ষেত্রে সাধারণ পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে ফার্মা ক্লাস্টারগুলিকে সাহায্য করা হচ্ছে। 
• ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির গুণগত ও প্রযুক্তিগত মানোন্নয়নের লক্ষ্যে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আপগ্রেডেশন অ্যাসিস্ট্যান্স স্কিম – পিটিইউএএস নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। 
 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী শ্রী ভগবন্ত খুবা এই তথ্য জানিয়েছেন।
 
CG/SD/AS/


(Release ID: 1812678) Visitor Counter : 120


Read this release in: English , Urdu , Tamil