কৃষিমন্ত্রক
কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ
Posted On:
01 APR 2022 5:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ এপ্রিল, ২০২২
কৃষিকাজে আধুনিক যন্ত্র ও সাজসরঞ্জাম প্রয়োগের বিষয়টি নির্ভর করে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থা, ভৌগোলিক পরিবেশ, উৎপাদিত ফসল, সেচসুবিধা প্রভৃতির ওপর। অবশ্য, বিভিন্ন কেন্দ্রীয় সহায়তাপুষ্ট এবং কেন্দ্রীয় স্তরের প্রকল্প রূপায়ণের মাধ্যমে রাজ্য সরকারগুলিকে কেন্দ্র সহায়তা দিয়ে আসছে। দেশে কৃষিক্ষেত্রের প্রসারে এবং কৃষিকাজে আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়াতে সরকার এই উদ্যোগ নিয়েছে। দেশে ২০১৪-১৫ থেকে রাজ্য সরকারগুলির মাধ্যমে কেন্দ্রীয় সহায়তাপুষ্ট এগ্রিকালচারাল মেকানিজম সাবমিশন সম্পর্কিত একটি কর্মসূচি রূপায়িত হচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে আধুনিক কৃষিকাজের পদ্ধতি পৌঁছে দিতে এবং যেখানে কৃষিকাজে বিদ্যুতের যোগান কম সেখানে উৎপাদনশীলতা বাড়াতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কৃষকদের কাছে কৃষি যন্ত্রপাতি ও সাজসরঞ্জাম সুলভে পৌঁছে দিতে এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি ও সাজসরঞ্জাম সংগ্রহে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়াও, শিল্পোদ্যোগী, কৃষকদের নিয়ে গঠিত সমবায় সমিতি, স্বীকৃত কৃষক সমিতি, কৃষক উৎপাদক সংগঠন প্রভৃতি গড়ে তোলার জন্য গ্রামাঞ্চলের যুবা ও কৃষকদের ৪০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এমনকি, কৃষিক্ষেত্রে ১০ লক্ষ টাকার প্রকল্প গ্রহণে ৮০ শতাংশ পর্যন্ত অর্থ সহায়তা দেওয়ার সংস্থান রয়েছে। তবে এই আর্থিক সুবিধা সমবায় সমিতি, স্বীকৃত কৃষক সংগঠন এবং কৃষক উৎপাদক সংগঠনগুলিকে দেওয়া হয়ে থাকে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে গ্রাম পর্যায়ে ফার্ম মেশিনারি ব্যাঙ্ক গড়ে তোলার জন্য প্রকল্প খাতে ১০ লক্ষ টাকা খরচের মধ্যে প্রায় ৯৫ শতাংশ অর্থ সহায়তা দেওয়া হয়ে থাকে।
রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।
CG/BD/DM/
(Release ID: 1812677)
Visitor Counter : 465