প্রতিরক্ষামন্ত্রক

ডিআরডিও-এর গবেষণা ও উন্নয়ন মূলক প্রকল্প

Posted On: 01 APR 2022 3:12PM by PIB Kolkata
নয়াদিল্লী,  ১ এপ্রিল, ২০২২
        
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) প্রযুক্তি ক্ষেত্রে যুক্ত গবেষণাগারগুলি মাধ্যমে একাধিক গবেষণা ও উন্নয়ন মূলক প্রকল্প হাতে নিয়েছে। ২০১৯-২১ সালের মধ্যে এ ধরণের ২৪৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে ডিআরডিও। ডিআরডিও-র বিভিন্ন পরীক্ষাগারের মাধ্যমে হাতে নেওয়া কিছু প্রধান প্রকল্পগুলি হলো ক্ষেপনাস্ত্র, সাঁজোয়া যান, মেশিনগান, রকেট, টর্পেডো, মাইড ডিটেকশন ব্যবস্থাপনা, অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন, অগ্নি নির্বাপণ ও সুরক্ষা ব্যবস্থাপনা, এয়ার কন্টেনার, নেভিগেশন সিস্টেম তৈরি ইত্যাদি। 
 
গত তিন বছরে ডিআরডিও একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তির উন্নতি সাধন করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো হাইপারসোনিক টেস্ট ডেমোনস্ট্রেশন, অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ইত্যাদি। প্রতিরক্ষা পরিষেবার অঙ্গ হিসেবে ডিআরডিও-কে পৃথক আর্থিক তহবিল বরাদ্দ করা হয়েছে। এই তহবিলের মাধ্যমে গবেষণা ও উন্নয়ন, কর্মীদের বেতন ও ভাতার মতো বিভিন্ন বিষয় মেটানো হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য ডিআরডিও-র গবেষণা ও উন্নয়ন মূলক কাজের ক্ষেত্রে ২১৩৩০.২০ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। 
 
লোকসভায় আজ শ্রীমতি নুসরত জাহান রুহিকে লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট। 
 
CG/SS/NS


(Release ID: 1812667) Visitor Counter : 126


Read this release in: English , Urdu