বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

বিপিও এবং আইটিইএস'র জন্য নির্দেশিকা

प्रविष्टि तिथि: 01 APR 2022 2:29PM by PIB Kolkata

নতুন দিল্লি,১ এপ্রিল, ২০২২

 

যোগাযোগ মন্ত্রকের আওতাধীন টেলিকমিউনিকেশন বিভাগ ২০২০ সালে ৫ই নভেম্বর অন্যান্য পরিষেবা প্রদানকারীদের (ওএসপি) জন্য নতুন নির্দেশিকা জারি করে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবা (আইটিইএস'র)কারীদের নির্দেশিকাগুলি সহজ করে তুলেছে  ও ২০২১ সালের ২৩শে জুন ওএসপি'দের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে।

ওএসপি নির্দেশিকা সহজ করার জন্য যে পরিবর্তনগুলি করা হয়েছে, সেগুলি হল- 

১)ওএসপি কেন্দ্রগুলির নথিভুক্তিকরণের প্রয়োজনীয়তা দূর করা হয়েছে।

২)ব্যাঙ্কে জামানত জমা দেওয়ার প্রয়োজনীয়তা সরানো হয়েছে৷

৩)বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ায়/ পর্যায়ক্রমিক সম্মতির প্রয়োজন নেই।

৪)ভারতের মধ্যে যে কোনো জায়গা থেকে কাজ (ডাব্লুএফএ) করার অনুমোদন দেওয়া হয়েছে।

৫)বিভিন্ন ওএসপি সংস্থা ও ওএসপি কেন্দ্রের মধ্যে আন্তঃসংযোগে অনুমোদন দেওয়া হয়েছে। 

৬)দেশীয় ও আন্তর্জাতিক ওএসপি-এর মধ্যে পার্থক্য দূর করা হয়েছে।

এই পরিবর্তনগুলি দেশের বিপিও/আইটিইএস সংস্থাগুলির ব্যবসা আরও সহজতর করে তুলেছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর। 

 

CG/SS


(रिलीज़ आईडी: 1812485) आगंतुक पटल : 138
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu