অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

চলতি বছরের ২৭শে মার্চ পর্যন্ত ৪১৫টি আরসিএস উড়ান রুট চালু হয়েছে

Posted On: 31 MAR 2022 2:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২২

 

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ২০১৬ সালের ২১শে অক্টোবর আঞ্চলিক সংযোগ প্রকল্প (আরসিএস)-  উড়ান (উড়ে দেশ কা আম নাগরিক) চালু করে। দেশের অব্যবহৃত বিমানবন্দরগুলি থেকে আঞ্চলিক বিমান সংযোগ বৃদ্ধি এবং জনসাধারণের কাছে বিমান ভ্রমণ সাশ্রয়ী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়। আগ্রহী বিমান সংস্থাগুলি নির্দিষ্ট রুটে চাহিদার মূল্যায়নের ভিত্তিতে উড়ান প্রকল্পের আওতায় নিলাম প্রক্রিয়ার সময় তাদের প্রস্তাব জমা দেয়। চলতি বছরের ২৭শে মার্চ পর্যন্ত ৪১৫টি আরসিএস রুট চালু হয়েছে। এর মধ্যে ৬৬টি বিমানবন্দর, ২টি ওয়াটার অ্যারোড্রোমস্‌ এবং ৮টি হেলিপ্যাড রয়েছে। চলতি বছরের ২১শে মার্চ পর্যন্ত আঞ্চলিক বিমান সংযোগ তহবিল ট্রাস্ট (আরএসিএফটি) – এ ২৪৫৮.৯৫ কোটি টাকা সংগ্রহ হয়েছে। 

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল  ডঃ ভি কে সিং। 

 

CG/SS/SB


(Release ID: 1812273) Visitor Counter : 155


Read this release in: English , Urdu