সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

বৈদ্যুতিক যানবাহন এবং চার্জিং স্টেশন

Posted On: 31 MAR 2022 12:54PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩১  মার্চ, ২০২২

 

বাহন ৪-এর তথ্য অনুযায়ী দেশে  বৈদ্যুতিক যানবাহনের সংখ্যা ২৫এ মার্চের নিরিখে ১০ লক্ষ ৭৬ হাজার ৪২০। এ বছরের ২১শে মার্চ পর্যন্ত দেশের নানা প্রান্তে  ১ হাজার ৭৪২টি চার্জিং স্টেশন রয়েছে। বিদ্যুৎ মন্ত্রক  বৈদ্যুতিক যানবাহনকে জনপ্রিয় করার জন্য নানা উদ্যোগ নিয়েছে। এর জন্য ‘ বৈদ্যুতিক যানবাহনের জন্য চার্জিং পরিকাঠামো  শীর্ষক একটি গাইডলাইন প্রকাশিত হয়েছে। অন্যদিকে  ‘ফাস্টার অ্যাডাপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকেল প্রকল্পের আওতায় ভারি শিল্প মন্ত্রক ৬৮টি শহরে ২ হাজার ৮৭৭টি চার্জিং স্টেশন গড়ে তুলেছে।  

যেসব শহরের জনসংখ্যা ৮০ লক্ষের বেশি সেইসব শহরে বৈদ্যুতিক যানবাহনের চার্জিং-এর জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। এই শহরগুলি হল দিল্লী, কলকাতা, ব্যাঙ্গালোর, আমেদাবাদ, মুম্বাই, চেন্নাই, সুরাট ও পুনে।  পরিকল্পনা অনুযায়ী চার্জিং দেওয়ার পরিকাঠামো তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ত্রক সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা, সরকারি বিদ্যুৎ পরিবহণ সংস্থা, রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলিকে  চার্জিং সংক্রান্ত ব্যবসায় যুক্ত করতে চায়। এই প্রকল্পের দ্বিতীয় পর্বে মহাসড়ক ও এক্সপ্রেসওয়েগুলিতে বৈদ্যুতিক যানবাহনের চার্জ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই ১৬টি জাতীয় সড়ক ও  এক্সপ্রেসওয়ের ধারে এ ধরণের চার্জিং-এর জায়গা তৈরি করার কাজ শুরুর প্রস্তুতি চলছে। একাজে জাতীয় সড়ক কর্তৃপক্ষ পিএসইউ এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেডের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। সমঝোতাপত্র অনুযায়ী টোল প্লাজার কাছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জায়গা দেবে। সেখানে ভবন তৈরি করে বৈদ্যুতিক যানবাহিনে চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে। এক্ষেত্রে রাজস্ব ভাগের বিষয়টি পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এ ধরণের ৩৯টি জায়গার মানোন্নয়নের জন্য উদ্যোগী হয়েছে।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতীন গড়করি। 

 

CG/CB/NS



(Release ID: 1811983) Visitor Counter : 187


Read this release in: English , Gujarati , Tamil