দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড যোদ্ধাদের পাঠক্রম

Posted On: 30 MAR 2022 3:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২২

 

দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রক প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৩.০ (পিএমকেভিওয়াই ৩.০)-এর আওতায় ‘কাস্টমাইজড ক্র্যাশ কোর্স প্রোগ্রাম ফর কোভিড ওয়ারিয়র্স’ (সিসিসিপি ফর সিডব্লিউ) পাঠক্রমের সূচনা করেছে। স্বাস্থ্য সংক্রান্ত এই বিশেষ পাঠক্রমটি দক্ষ ও প্রশিক্ষিত কোভিড যোদ্ধা তৈরি করবে। সিসিসিপি ফর সিডব্লিউ-এর আওতায় ছয় ধরনের কাজের প্রশিক্ষণ দেওয়া হ। এই কর্মসূচির দুটি ভাগ রয়েছে। একটি ‘ফ্রেশ স্কিলিং কোর্স’। তিন মাসের এই পাঠক্রমে ‘অন দ্য জব ট্রেনিং’ (ওজেটি) কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। অন্যটি হল, দক্ষতা বাড়ানোর জন্য সাতদিনের একটি পাঠক্রম। তিন মাসের ওজেটি পাঠক্রমে যাঁরা অংশগ্রহণ করেন তাঁদের প্লেসমেন্ট হয়েছে বলে ধরে নেওয়া হয়।

ডিস্ট্রিক্ট স্কিল কমিটির চাহিদা অনুসারে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিসিসিপি ফর সিডব্লিউ-এর জন্য ১ লক্ষ ৮৮ হাজার ৪৯৭ জন নাম নথিভুক্ত করেছেন। এঁদের মধ্যে ১ লক্ষ ৫৯ হাজার ৬৫৮ জন তাঁদের প্রশিক্ষণ শেষ করেছেন। যাঁদের প্রশিক্ষণ শেষ হয়েছে তাঁদের মধ্যে ১ লক্ষ ৪৯ হাজার ৭৫০ জন ওজেটি প্রশিক্ষণ পেয়েছেন। বাকি ৯ হাজার ৯০৮ জন দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে যুক্ত ছিলেন। ১ লক্ষ ৪৯ হাজার ৭৫০ ওজেটি-র মধ্যে ১ লক্ষ ১৮ হাজার ৩৮৬ জন কর্মরত অবস্থায় প্রশিক্ষণ নিয়েছেন। ওজেটি-দের  ডিস্ট্রিক্ট স্কিল কমিটি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, হেলথ কেয়ার সেক্টর স্কিল কাউন্সিল থেকে কাজের সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রে ডিস্ট্রিক্ট স্কিল কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাঁরা সফলভাবে প্রশিক্ষণ শেষ করেছেন তাঁদের নাম ‘আত্মনির্ভর স্কিল্ড এমপ্লয়ি এমপ্লয়ার ম্যাপিং পোর্টাল’-এ নথিভুক্ত করা হয়। এর ফলে কোথাও কাজের সুযোগ হলে এই পোর্টাল থেকে প্রশিক্ষিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হয়। দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সঙ্গে যৌথভাবে আত্মনির্ভর স্কিল্ড এমপ্লয়ি এমপ্লয়ার ম্যাপিং পোর্টাল পরিচালনা করে। এই পোর্টালের মধ্য দিয়ে রাজ্য সরকারগুলি বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠানে লোক নিয়োগ করে।

পশ্চিমবঙ্গে ‘ফ্রেশ স্কিলিং কোর্স প্রশিক্ষণের জন্য ৩৯টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে নাম নথিভুক্ত করেছেন ৩,৫৩১ জন। এর মধ্যে ক্লাসরুমে প্রশিক্ষণ নিয়েছেন ৩,৪৩৯ জন। এঁদের মধ্যে প্রশিক্ষণ শেষ করেছেন ৪৫৯ জন ওজেটি। দক্ষতা বিকাশের কর্মসূচিতে নাম নথিভুক্ত করেছেন ৩০ জন।

ত্রিপুরায় ‘ফ্রেশ স্কিলিং কোর্স প্রশিক্ষণের জন্য ৫টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে নাম নথিভুক্ত করেছেন ১,১১০ জন। এর মধ্যে ক্লাসরুমে প্রশিক্ষণ নিয়েছেন ১,০৮৪ জন। এঁদের মধ্যে প্রশিক্ষণ শেষ করেছেন ১২৮ জন ওজেটি। দক্ষতা বিকাশের কর্মসূচিতে নাম নথিভুক্ত করেছেন ২১৭ জন।  

আসামে ‘ফ্রেশ স্কিলিং কোর্স প্রশিক্ষণের জন্য ৫৪টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে নাম নথিভুক্ত করেছেন ৯,২৪৩ জন। এর মধ্যে ক্লাসরুমে প্রশিক্ষণ নিয়েছেন ৮,৭৯৭ জন। এঁদের মধ্যে প্রশিক্ষণ শেষ করেছেন ৬৭৬ জন ওজেটি। দক্ষতা বিকাশের কর্মসূচিতে নাম নথিভুক্ত করেছেন ১,১৫১ জন।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর।

 

CG/CB/DM/


(Release ID: 1811708)
Read this release in: English , Urdu