সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

সড়ক প্রকল্পের জন্য গাছের আচ্ছাদনের ক্ষতি

Posted On: 30 MAR 2022 1:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ মার্চ, ২০২২
 
জাতীয় সড়ক নির্মাণের সময়ে গৃহীত নীতি অনুসারে যতটা সম্ভব কম গাছ কাটার চেষ্টা করা হয়। এজন্য অনেক সময় রাইট অফ ওয়ে অর্থাৎ মহাসড়কের পাশে যে ব্যক্তিগত মালিকানাধীন জমি ছেড়ে রাখার কথা, তাতেও ছাড় দেওয়া হয়। জাতীয় মহাসড়ক প্রকল্পগুলির জন্য এখনও পর্যন্ত পরিবেশের উপর তেমন কোনো বড় প্রভাবের খবর পাওয়া যায়নি। বরং পরিবেশের উপর সামান্য ইতিবাচক প্রভাবই পড়তে পারে, যেহেতু যতগুলি গাছ কাটা হয়, তার থেকে বেশি সংখ্যক গাছ লাগানো হয়। মন্ত্রক, প্রযুক্তি ও বিশেষ দক্ষতার সাহায্য নিয়ে যেসব ক্ষেত্রে সম্ভব, সেখানে গাছ না কেটে, গাছ তুলে নিয়ে অন্য জায়গায় বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কাজ চলছে। 
 
কাটা গাছের থেকে গাছ লাগানোর সংখ্যা যাতে বেশি হয়, সেজন্য সড়কের দু’ধারে এবং সড়কের মাঝখানে গাছ বসানো হয়। এটি নির্ভর করে কোন মহাসড়কে কিরকম জায়গা আছে তার উপর। 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি এই তথ্য জানিয়েছেন।
 
CG/SD/SKD/

(Release ID: 1811635) Visitor Counter : 181
Read this release in: English , Urdu