জলশক্তি মন্ত্রক
গ্রামীণ এলাকায় কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা
Posted On:
28 MAR 2022 2:54PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ মার্চ, ২০২২
স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)- এর দ্বিতীয় পর্যায় অনুযায়ী ২০২০-২১ থেকে ২০২৪-২৫ সময়কালের মধ্যে সারা দেশজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে সমস্ত গ্রামে উন্মুক্ত স্থানে মল ত্যাগ বন্ধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সেইসঙ্গে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা করা হয়েছে। ইন্ট্রিগেটেড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম- এর মাধ্যমে রাজ্যগুলি এ বিষয়ে তাদের তথ্য জানিয়েছেন।
স্বচ্ছ ভারত মিশন একটি চাহিদাপূর্ণ প্রকল্প। এই প্রকল্পে অবশ্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির জন্য নির্দিষ্ট কোন তহবিল বরাদ্দ করা হয় না। তবে কেন্দ্রীয় সরকার আর্থিকভাবে সহায়তা প্রদান করে।
দেশে পশ্চিমবঙ্গ সহ ৩৪ টি রাজ্যের ৬,০২,১০৫ টি গ্রামের মধ্যে ৫৭,২৭৩ টি গ্রাম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। অন্যদিকে, ৩১,৮২২ টি গ্রামকে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা তরল ব্যবস্থাপনার অধীনে নিয়ে আসা হয়েছে।
বিগত তিন বছরে পশ্চিমবঙ্গ সহ দেশের ৩৪ টি রাজ্যের জন্য স্বচ্ছ ভারত অভিযানে ২০১৮-১৯ আর্থিক বছরের কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থের পরিমাণ ২১৪৯৩.১৩ কোটি টাকা। ২০১৯-২০ সালে এই পরিমাণ ১০৯৯২.২৮ কোটি টাকা। ২০২০-২১ সালে বরাদ্দ অর্থের পরিমাণ ৩৮৯২.১৭ কোটি টাকা।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে জল শক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল এই তথ্য জানিয়েছেন।
CG/ SB
(Release ID: 1810800)
Visitor Counter : 750