ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
স্বনির্ভর হওয়ার সুযোগ
Posted On:
28 MAR 2022 1:05PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৮ মার্চ, ২০২২
অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক খাদি ও গ্রামোদ্যোগ শিল্প কমিশনের মাধ্যমে খাদি ও গ্রামীণ শিল্পগুলির উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর ফলে দেশে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। কুমহার স্বশক্তিকরণ প্রকল্পের মাধ্যমে ৬ হাজার ৪৭৫ জনকে, মৌমাছি পালন কর্মসূচিতে ১৫০৫ জনকে, ধূপকাঠি ও জুতো তৈরির জন্য ২৮ জনকে, হাতে কাগজ বানানো জন্য ৮৪০ জনকে এবং গ্রামীণ এলাকায় বিভিন্ন শিল্প ও জৈব প্রযুক্তির জন্য ১৪৭১ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও সূচি শিল্প বা সীবনের কাজ, ফল ও সব্জি প্রক্রিয়াকরণ, রুটি তৈরি, পোশাক তৈরি, সাবান তৈরির বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ২০২০-২১ অর্থবর্ষে ৪৭ হাজার ৬১২ জন প্রশিক্ষিত হয়েছেন। ২০২১এর ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী খাদি ও গ্রামীণ শিল্পে মোট ১ কোটি ৬২ লক্ষ ৯২ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী ভানু প্রতাপ সিং ভার্মা।
CG/CB/NS
(Release ID: 1810789)
Visitor Counter : 121