প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা ক্ষেত্রে উৎকর্ষতা অর্জন উদ্যোগের জন্য উদ্ভাবন

Posted On: 25 MAR 2022 2:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২২
 
প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা, স্টার্টআপ, ব্যক্তি উদ্ভাবক, গবেষণা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান তথা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সামিল করে উদ্ভাবন এবং প্রযুক্তিগত উন্নয়নের প্রসারে সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে উৎকর্ষতা অর্জন উদ্যোগের সূচনা করেছে। ইতিমধ্যেই সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে উৎকর্ষতা অর্জনে উদ্ভাবনের জন্য একটি কেন্দ্রীয় স্তরের কর্মসূচি শুরু করেছে। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত পাঁচ বছর মেয়াদী এই কর্মসূচিতে ৪৯৮ কোটি ৭৮ লক্ষ টাকার বাজেট সংস্থান করা হয়েছে। এ ধরনের কর্মসূচি গ্রহণের উদ্দেশ্যই হ’ল – প্রতিরক্ষা উদ্ভাবন সংগঠনগুলির মাধ্যমে প্রায় ৩০০টি স্টার্টআপ/ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা ও ব্যক্তি উদ্ভাবকদের পাশাপাশি, প্রায় ২০টি অংশীদার ইনক্যুবেটর সংস্থাকে আর্থিক সাহায্য দেওয়া।
 
প্রতিরক্ষা ক্ষেত্রে উৎকর্ষতা অর্জন উদ্যোগে সরকার উদ্ভাবন তথা নক্‌শা প্রণয়ন ও তার মানোন্নয়ন, স্টার্টআপ তথা উদ্ভাবকদের সহায়তার উপর গুরুত্ব দিয়ে আসছে। এখনও পর্যন্ত ১৩২টি স্টার্টআপকে সামিল করে ৬৬টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ৬৬টি চুক্তির মধ্যে ভারতীয় নৌ-বাহিনী একটি সংস্থাকে নক্‌শা প্রণয়ন ও তার মানোন্নয়নের বরাত দিয়েছে। এছাড়াও, মন্ত্রক আরও ১৪টি প্রতিরক্ষা সামগ্রীর ক্ষেত্রে এক্সেপট্যান্স অফ নেসেসিটি বা গ্রহণযোগ্যতার প্রয়োজনীয়তার প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে, বিভিন্ন শিল্প সংস্থা আরও বেশি করে বরাত পাবে। 
লোকসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভট্ট। 
 
CG/BD/SB


(Release ID: 1809758) Visitor Counter : 124


Read this release in: English , Urdu