নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

নারী ও শিশু বিকাশ মন্ত্রক ২১ শে মার্চ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত চতুর্থ পোষণ পাখোয়ারা উদযাপন করছে

Posted On: 24 MAR 2022 6:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪শে মার্চ, ২০২২

 

কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক দেশজুড়ে চতুর্থ পোষণ পাখোয়ারা উদযাপন করছে। চতুর্থ পোষণ পাখোয়ারা বা পুষ্টি পক্ষে মূল যে দুটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, সেগুলি হল – সুস্বাস্থ্যের অধিকারী শিশুদের চিহ্নিত করা এবং ভারতের জনগণের সুস্বাস্থ্যের জন্য আধুনিক ও চিরায়ত নিয়মাবলীর মধ্যে মেলবন্ধন ঘটানো। এক্ষেত্রে পোষণ মিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আধুনিকতার সঙ্গে চিরায়ত ঐতিহ্যের মেলবন্ধন ঘটানোর জন্য২১ শে মার্চ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত পক্ষকাল ব্যাপী যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে, সেগুলি হল –  

১) অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ৬ বছরের কম সুবিধাভোগী শিশুদের উচ্চতা এবং ওজন পরিমাপ করা।

২) জল ব্যবস্থাপনার জন্য লিঙ্গ বৈষম্য দূর করা, জল সংরক্ষণের গুরুত্ব এবং অঙ্গনওয়াড়ী কেন্দ্র সহ সর্বত্র বৃষ্টির জলকে ধরে রাখার বিষয়ে উৎসাহিত করতে মহিলাদের মধ্যে সচেতনতা গড়ে তোলা।

৩) রক্তাল্পতার পরীক্ষা, চিকিৎসা এবং এবিষয়ে সচেতনতা গড়ে তোলা।

৪) জনজাতি অধ্যুষিত অঞ্চল সহ সর্বত্র মায়েদের সুস্বাস্থ্যের জন্য চিরায়ত খাদ্যাভ্যাসের বিষয়ে প্রচার চালানো।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৮র ৮ই মার্চ পোষণ অভিযানের সূচনা করেন। এই অভিযানে জনগণের অংশগ্রহণ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। অন্যান্য মন্ত্রকের সঙ্গে এক যোগে পুষ্টির বিষয়ে সচেতনতার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তি বিশেষ এবং সম্প্রদায়গতভাবে মানুষের মধ্যে বিভিন্ন সুঅভ্যাস গড়ে তোলা এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। প্রধানমন্ত্রী মন কি বাত সহ বিভিন্ন অনুষ্ঠানে পুষ্টির বিষয়টিতে জনসচেতনতা গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে থাকেন, যাতে এটি গণআন্দোলনে পরিণত হয়।  

পুষ্টি পক্ষ বা  পোষণ পাখোয়ারার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মূল দায়িত্ব নারী ও শিশু বিকাশ মন্ত্রকের। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নারী ও শিশু বিকাশ দপ্তর অথবা সমাজ কল্যাণ দপ্তর এই উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।   

 

CG/CB/SFS


(Release ID: 1809447) Visitor Counter : 279


Read this release in: Telugu , English , Urdu , Hindi