প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

প্রতিরক্ষা মন্ত্রক দেশে উৎপাদনের জন্য ১০৭টি মেজর লাইন রিপ্লেসমেন্ট ইউনিট / সাব-সিস্টেম অনুমোদন করেছে

Posted On: 24 MAR 2022 2:17PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৪ মার্চ, ২০২২
 
প্রতিরক্ষা সাজসরঞ্জাম উৎপাদনে আত্মনির্ভরতা এবং আত্মনির্ভর ভারত উদ্যোগের আওতায় প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির মাধ্যমে বিভিন্ন সাজসরঞ্জামের আমদানি ন্যূনতম করার লক্ষ্যে চলতি প্রয়াসের অঙ্গ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রক আরও ১০৭টি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ লাইন রিপ্লেসমেন্ট ইউনিট / সাব-সিস্টেম অনুমোদন করেছে। মন্ত্রক এজন্য একটি সময়সীমা ধার্য করেছে। নির্ধারিত এই সময়সীমা শেষ হওয়ার পর আমদানির ওপর  নিষেধাজ্ঞা জারি করা হবে। তালিকাভুক্ত এই সমস্ত প্রতিরক্ষা সাজসরঞ্জাম আগামী বছরগুলিতে দেশেই উৎপাদিত হবে এবং ভারতীয় সংস্থাগুলির কাছ থেকে তা সংগ্রহ করা হবে। প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা এবং সময়সীমা ভিত্তিক বিভিন্ন সাজসরঞ্জামের তালিকায় উল্লেখযোগ্য কয়েকটি সামগ্রীর মধ্যে রয়েছে : অ্যাডভ্যান্স লাইট হেলিকপ্টার, লাইট কম্ব্যাট হেলিকপ্টার এবং লাইট ইউটিলিটি হেলিকপ্টার – মেজর লাইন রিপ্লেসমেন্ট ইউনিট / সাব-সিস্টেম (বিয়ারিংস); অ্যাডভ্যান্স লাইট হেলিকপ্টার / লাইট কমব্যাট হেলিকপ্টার – সেলোনয়েড ভাল্ব (প্ল্যাটফর্ম / মেজর লাইন রিপ্লেসমেন্ট ইউনিট / সাব-সিস্টেম); অ্যাডভান্স লাইট হেলিকপ্টার / লাইট কম্ব্যাট হেলিকপ্টার – ইলেক্ট্রহাইড্রলিক সার্ভো ভালভ (মেজর লাইন রিপ্লেসমেন্ট ইউনিট / সাব-সিস্টেম); লাইট কম্ব্যাট হেলিকপ্টার এবং অ্যাডভান্স লাইট হেলিকপ্টার – পজিশন লাইট (রেড-গ্রীণ অ্যান্ড হোয়াইট) (মেজর লাইন রিপ্লেসমেন্ট ইউনিট / সাব-সিস্টেম); লাইট ইউটিলিটি হেলিকপ্টার – সিরিজ ইলেক্ট্রোমেকানিক্যাল অ্যাকচুয়েটর্স (মেজর লাইন রিপ্লেসমেন্ট ইউনিট / সাব-সিস্টেম); লাইট ইউটিলিটি হেলিকপ্টার – অল্টারনেটর :10KVA (মেজর লাইন রিপ্লেসমেন্ট ইউনিট / সাব-সিস্টেম); লাইট ইউটিলিটি হেলিকপ্টার – অ্যান্টেনা ফর এইচএফ (মেজর লাইন রিপ্লেসমেন্ট ইউনিট / সাব-সিস্টেম); লাইট ইউটিলিটি হেলিকপ্টার – রেসকিউ হোয়েস্ট (মেজর লাইন রিপ্লেসমেন্ট ইউনিট / সাব-সিস্টেম)। এই সমস্ত সরঞ্জামগুলি আগামী ২০২৬-এর ডিসেম্বরের মধ্যে দেশেই উৎপাদিত হবে। চলতি বছরের ২২ ডিসেম্বরের মধ্যে যে সমস্ত সাজসরঞ্জাম দেশে উৎপাদিত হতে চলেছে, তারমধ্যে রয়েছে : এমবেডেড সিস্টেম – সিঙ্গেল বোর্ড কম্পিউটার ফর আরএফপিএস-জিবি এমইএস (আইএএফ); ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার – অ্যাটিটিউড রেফারেন্স ইউনিট।
মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে যে সমস্ত সাজসরঞ্জামের দেশেই উৎপাদিত হতে চলেছে, তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল : ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার – ডিজিটাল ইন্সট্যান্টেনিউয়াস ফিকোয়েন্সি মেজারমেন্ট ফর আর১১৮ সিস্টেম; নেভিগেশন অ্যান্ড স্টেবিলাইজেশন – গায়রো ব্লক টি-৭২; ট্যাঙ্ক ইলেক্ট্রনিক অ্যামপ্লিডায়েন ফর টি-১৯ প্রভৃতি। 
 
এই সমস্ত প্রতিরক্ষা সাজসরঞ্জাম দেশেই উৎপদনের দায়িত্ব পালন করবে প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলি। প্রতিরক্ষা সাজসরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের উদ্দেশ্যই হল ভারতীয় শিল্প সংস্থাগুলির অংশগ্রহণ আরও বাড়ানো। দেশেই নির্মিত প্রতিরক্ষা সাজসরঞ্জাম ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সামগ্রীগুলির উৎপাদন বাড়িয়ে সরবরাহ শৃঙ্খলে যুক্ত হওয়ার সুযোগ বৃদ্ধি করবে। উল্লেখ করা যেতে পারে, প্রতিরক্ষা মন্ত্রক গত বছরের ২৭ ডিসেম্বর যে ২ হাজার ৮৫১টি সাব-সিস্টেম / অ্যাসেম্বেল / কম্পোনেন্ট দেশেই উৎপাদনের তালিকা প্রকাশ করে, তারমধ্যে এই ১০৭টি মেজর লাইন রিপ্লেসমেন্ট ইউনিট / সাব-সিস্টেম অন্তর্ভুক্ত ছিল। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1809411) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Hindi