সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
বিকল্প পরিবহণ ব্যবস্থাপনা
Posted On:
24 MAR 2022 12:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২২
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ২০২০-র মোটর ভেহিকেল এগ্রেগেটর নিয়মাবলী প্রকাশ করেছে। ২০২০-র ২৭শে নভেম্বর থেকে সমস্ত রাজ্য/কেন্দ্রাশাসিত অঞ্চলে ১৯৮৮ সালের মোটর ভেহিকেলস্ আইনের ৯৩ ধারানুযায়ী, এই নিয়মাবলী কার্যকর হয়েছে। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এই নিয়মানুযায়ী লাইসেন্স দিয়ে থাকে। শহরাঞ্চলে পরিবহণ ব্যবস্থা নগরোন্নয়ন দপ্তরের অধীনে, যা রাজ্যের এক্তিয়ারভুক্ত। শহরের রাস্তায় যানজটের সমস্যার মতো বিভিন্ন সমস্যার সমাধানের জন্য স্থিতিশীল নগর পরিবহণ ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক এই কাজে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল/স্থানীয় প্রশাসনকে সাহায্য করছে। ২০২০ মোটর ভেহিকেল এগ্রেগেটর নিয়মাবলী কোনও সংশোধনের পরিকল্পনা মন্ত্রকের নেই।
লোকসভায় আজ লিখিত তথ্যে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি।
CG/CB/SB
(Release ID: 1809149)
Visitor Counter : 143