ভূ-বিজ্ঞানমন্ত্রক
দূষণের মাত্রা বৃদ্ধি
Posted On:
23 MAR 2022 1:54PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ মার্চ, ২০২২
ভূবিজ্ঞান মন্ত্রক সময় মতো পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং অন্যান্য ইকো ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সরকারি সংস্থাগুলিকে দূষণ মাত্রার বিষয়ে পরিসংখ্যান প্রদান করছে। বিশেষ করে দিল্লি শহরের দূষণ মাত্রার গুরুতর সমস্যা সমাধানে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর জন্য ভূবিজ্ঞান মন্ত্রক, আইআইটিএম এবং ভারতীয় আবহাওয়া দপ্তরের মতো প্রতিষ্ঠানগুলির সঙ্গে সহযোগিতায় জাতীয় রাজধানী অঞ্চলে বায়ুর গুণামান ব্যবস্থাপনার উন্নতিসাধনের লক্ষ্যে ‘বায়ুর গুণমান প্রাথমিক সতর্কতা ব্যবস্থা’ (একিউডাব্লুউইএস) এবং ডিসিশন সাপোর্ট সিস্টেম (ডিএসএস) তৈরি করেছে। কেন্দ্রীয় সরকারের নতুন পরিকল্পিত গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণামান বৃদ্ধি এবং দূষণের মাত্রা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে ভূবিজ্ঞান মন্ত্রক বাতাসের গুণমান পর্যবেক্ষণ, গবেষণা এবং সতর্কতামূলক বিষয়ে প্রচারের কাজ চালাচ্ছে। দিল্লি অঞ্চলে ডিএসএস ব্যবস্থাপনার উন্নতিসাধনে ভূবিজ্ঞান মন্ত্রক একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে গবেষণার কাজ শুরু করেছে।
লোকসভায় আজ এক লিখিত উত্তরে একথা জানিয়েছেন ভূবিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং।
CG/SS/SKD/
(Release ID: 1808729)
Visitor Counter : 327