আয়ুষ
azadi ka amrit mahotsav

আয়ুর্বেদিক ওষুধের পুনরায় প্রয়োগ

Posted On: 22 MAR 2022 3:14PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২২  মার্চ, ২০২২

 

প্রাচীন যুগে ভারতের চিকিৎসা ব্যবস্থায় আর্য়ুবেদিক চিকিৎসাকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। আয়ুষ মন্ত্রক গড়ে তোলার পর এই চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের বিশেষ আগ্রহ নজরে এসেছে। ডাক্তারি পাঠক্রম, আয়ুষ পদ্ধতিতে চিকিৎসা এবং চিকিৎসার কাজে ব্যবহৃত ওষুধ উৎপাদন, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা এর ফলে বৃদ্ধি পেয়েছে। কোভিড-১৯ মহামারীর সময়কালে আয়ুষ চিকিৎসা পদ্ধতির প্রয়োগ করে রোগ নিরাময় করা হয়েছে।    

আর্য়ুবেদিক ওষুধ বিক্রি করে কতো উপার্জন হচ্ছে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া সম্ভব নয়। তবে ২০২০ সালে ভারত থেকে ১৫৪ কোটি মার্কিন ডলার মূল্যের আয়ুষ ও হার্বাল ওষুধ রপ্তানী হয়েছে। ইন্ডিয়ান মেডিসিন ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে ২০২০-২১ অর্থবর্ষে ১৬৪ কোটি ২ লক্ষ টাকার আয়ুষ ওষুধ বেচা-কেনা হয়েছে। 

১৯৪০ সালে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইন অনুসারে আর্য়ুবেদিক ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস’ (জিএমপি)অনুসারে আর্য়ুবেদিক ওষুধ উৎপাদন করতে হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষর কাছ থেকে  আর্য়ুবেদিক ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে লাইসেন্স সংগ্রহ করতে হয় । রাজ্যগুলির লাইসেন্স কর্তৃপক্ষ আর্য়ুবেদিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সরঞ্জাম, মানব সম্পদ সহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে এই লাইসেন্স দিয়ে থাকে।   

১৯৪০ সালের ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইন অনুসারে আর্য়ুবেদিক ওষুধের গুণমান ও সেই ওষুধ কতটা ব্যবহারের উপযোগী তা রাজ্য সরকারগুলি নিশ্চিত করবে। সরকারি ওষুধ পরীক্ষাগারগুলিতে আর্য়ুবেদিক ওষুধের নমুনা নিয়মিত পাঠিয়ে গুণমান যাচাই করতে হবে। ওষুধের গুণমানের বিষয়ে কোনো অভিযোগ থাকলে সেক্ষেত্রে তদন্ত করতে হবে। এই আইন অনুযায়ী  আর্য়ুবেদিক ওষুধের সম্পর্কে কোনো অভিযোগ জমা পরলে বিষয়টি নিয়ে তদন্ত হবে। যদি তদন্তে কেউ দোষী বলে প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।    

আর্য়ুবেদ, সিদ্ধা, ইউনানি ও হোমিওপ্যাথি ওষুধের নমুনা পরীক্ষার জন্য গাজিয়াবাদে একটি অ্যাপিলেট পরীক্ষাগার রয়েছে। কেন্দ্রীয় এই পরীক্ষাগারটি ছাড়াও দেশে ৩৫টি রাজ্যে এ ধরণের পরীক্ষাগার আছে। এছাড়াও ২০২১-এর পয়লা এপ্রিলে ১৯৪৫এর ড্রাগস অ্যান্ট কসমেটিক্স রুলস-এ যে পরিবর্তন ঘটানো হয়েছে তার ফলে দেশে সরকার স্বীকৃত ৬৭টি বেসরকারি ওষুধ পরীক্ষা কেন্দ্রের আর্য়ুবেদিক ওষুধ পরীক্ষা করা যাবে।  

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোওয়াল। 

 

CG/CB/NS


(Release ID: 1808567) Visitor Counter : 205


Read this release in: English , Urdu , Tamil