নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক

प्रविष्टि तिथि: 16 MAR 2022 4:47PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ মার্চ, ২০২২
 
অঙ্গনওয়াড়ি কর্মী/ ইউনিয়নগুলি মাঝে মাঝেই সরকারের কাছে সাম্মানিক বৃদ্ধির দাবি জানায়। সরকার কিছু সময় অন্তর অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের সাম্মানিক সংশোধন করে। ০১.১০.২০১৮ তারিখে সরকার এঁদের সাম্মানিক বাড়িয়েছে। সেই সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ৫০০ টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের মাসিক ২৫০ টাকা করে কাজ ভিত্তিক উৎসাহদানের ব্যবস্থাও করেছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া সাম্মানিক ও উৎসাহ ভাতা ছাড়াও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও এদের আলাদা করে অর্থ দেয়। 
 
অঙ্গনওয়াড়ি পরিষেবা হলো কেন্দ্রীয় সরকারি সাহায্য প্রাপ্ত একটি প্রকল্প। এর রূপায়ণের দায়িত্বে থাকে রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। এর উদ্দেশ্য হলো –
 
১. ৬ বছর পর্যন্ত বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের উন্নতি ঘটানো;
 
২. শিশুর সঠিক মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তি স্থাপন করা;
 
৩ শিশুদের মধ্যে মৃত্যু হার, অসুস্থতা, অপুষ্টি এবং স্কুলছুটের হার কমানো;
 
৪. শিশুদের বিকাশের জন্য বিভিন্ন দপ্তরে গৃহীত নীতির মধ্যে সমন্বয় সাধন ও তা রূপায়ণের ব্যবস্থা করা; এবং
 
৫. শিশুর স্বাভাবিক স্বাস্থ্য ও পুষ্টির উপর যাতে মায়েরা নজর রাখতে পারেন সেজন্য তাদের প্রশিক্ষণ দেওয়া।
 
অঙ্গনওয়াড়ি পরিষেবার আওতায় যে যে বিষয়ের উপর লক্ষ রাখা হয় সেগুলি হল – (১) পরিপূরক পুষ্টি; (২) প্রাক বিদ্যালয় ঘরোয়া শিক্ষা; (৩) পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক শিক্ষা; (৪) টিকাকরণ; (৫) স্বাস্থ্য পরীক্ষা; এবং (৬) প্রয়োজন অনুযায়ী অন্য কোথাও পাঠানো। ৬ বছর পর্যন্ত শিশুরা, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েরা দেশজুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে এই পরিষেবা পেয়ে থাকেন। এর মধ্যে তিনটি পরিষেবা – টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্য কোথাও পাঠানো, স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত হওয়ায় এগুলি জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এবং জনস্বাস্থ্য পরিকাঠামোর মাধ্যমে প্রদান করা হয়। 
 
৩০.০৬.২০২১ তারিখে দেশে মোট ১৩ লক্ষ ৮৯ হাজার ১১০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হয়েছ। 
 
বর্তমানে প্রধান অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসে ৪,৫০০ টাকা সাম্মানিক দেওয়া হয়। ছোট অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসে ৩,৫০০ টাকা করে দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি সহায়করা পান মাসিক ২,২৫০ টাকা। 
 
৩০.০৬.২০২১ তারিখে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ২৯৫ জন শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক, ১,২৯১ জন সুপারভাইজার, ১,০৭,২৩১ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং ১,০১,৫৬৩ জন অঙ্গনওয়াড়ি সহায়ক নিযুক্ত রয়েছেন।
 
CG/SD/SKD/

(रिलीज़ आईडी: 1806881) आगंतुक पटल : 949
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu