নারীওশিশুবিকাশমন্ত্রক

নির্ভয়া তহবিল

Posted On: 16 MAR 2022 4:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ মার্চ, ২০২২
 
নির্ভয়া তহবিলের আওতায় বরাদ্দকৃত ৬২১২.৮৫ কোটি টাকা (২০২১-২২ অর্থবর্ষে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা সহ)-র মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রক/ দপ্তরের মাধ্যমে ৪৩৪০.২৫ কোটি টাকা বন্টন করা হয়েছে এবং ৩০৬৯.৯৭ কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানা গেছে। সম্ভবতো, তহবিলের আরও অর্থ বাস্তবে ব্যবহার করা হয়েছে, তবে সংশ্লিষ্ট রাজ্য/ বাস্তবায়নকারী সংস্থাগুলি সাধারণ আর্থিক বিধি (জিএফআর)-র সংস্থান অনুসারে প্রয়োজনীয় অর্থ ব্যবহারের শংসাপত্র এবং ব্যয়ের বিবরণী জমা দেয়নি। তাই রাজ্য/ বাস্তবায়নকারী সংস্থাগুলিকে নিয়মিত এগুলি জমা করতে বলা হয়েছে। 
 
নির্ভয়া তহবিলের আওতায় বাস্তবায়িত প্রকল্পগুলি রূপায়ণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। নির্ভয়া তহবিলের জন্য গঠিত পরিকাঠামোর আওতায় আধিকারিকদের ক্ষমতাপ্রাপ্ত কমিটি সময়ে সময়ে সংশ্লিষ্ট মন্ত্রক/ বিভাগ/ বাস্তবায়নকারী সংস্থাগুলির সঙ্গে একত্রে অনুমোদিত প্রকল্পগুলির রূপায়ণের অবস্থা পর্যালোচনা করে থাকে। এমনকি সংশ্লিষ্ট মন্ত্রক/ বিভাগ/ বাস্তবায়নকারী সংস্থা তাদের নিজ নিজ প্রকল্পগুলি বাস্তবায়নের কোন পর্যায়ে রয়েছে তা পর্যালোচনা করে থাকে। 
 
রাজ্যসভায় আজ এক লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি।
 
CG/SS/SKD/


(Release ID: 1806874) Visitor Counter : 120


Read this release in: English , Urdu