নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

জন্মের সময় লিঙ্গ অনুপাত

Posted On: 16 MAR 2022 4:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ মার্চ, ২০২২
 
ভারতের অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল-এর মাধ্যমে নিরন্তর স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম (এসআরএস) নামে পরিচিত, জন্ম ও মৃত্যুর নমুনা সমীক্ষার কাজ চালানো হচ্ছে। সারা দেশে ছড়িয়ে থাকা গ্রাম ও শহুরে ব্লকগুলিতে এই কাজ চালানো হয়। সমীক্ষার মূল উদ্দেশ্য হল রাজ্য ও জাতীয় স্তরে শিশুমৃত্যু, জন্ম ও মৃত্যু হারের বার্ষিক নির্ভরযোগ্য অনুমান তৈরি করা। জন্মের সময় লিঙ্গ অনুপাত স্থির করা হয় প্রতি ১০০০ জন পুরুষের জন্মের মধ্যে মহিলা জন্মানোর সংখ্যার বিচারে। এসআরএস-এর আওতায় জন্মের সময় লিঙ্গ অনুপাতের হিসেব স্থির করা হয় গড় ভিত্তিতে তিন বছরের তথ্য একত্রিত করে।  
 
২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে দেশে জন্মের সময় লিঙ্গ অনুপাতের হিসেব অনুয়ায়ী প্রতি ১০০০ পুরুষে, মহিলার সংখ্যা ৯০৪। পশ্চিমবঙ্গে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে জন্মের সময় লিঙ্গ অনুপাত অনুযায়ী প্রতি ১০০০ পুরুষের মধ্যে মহিলার সংখ্যা ৯৪৪। 
 
বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্রমহ্রাসমান শিশু লিঙ্গ অনুপাত এবং একটি জীবনচক্রের ধারাবাহিকতায় শিশুকন্যা ও মহিলাদের ক্ষমতায়ণ সম্পর্কিত সমস্যাগুলিকে মোকাবিলা করা। এই প্রকল্পের উদ্দেশ্য হলো শিশুকন্যাকে বাঁচিয়ে রাখা ও বড় করে তোলা, শিশুকন্যার শিক্ষা ও অংশগ্রহণ সুনিশ্চিত করা এবং লিঙ্গ পক্ষপাত নির্মূল করা। বহুপাক্ষিক হস্তক্ষেপের মাধ্যমে দেশের সমস্ত জেলাকে এই প্রকল্পের আওতায়  আনা হয়েছে। 
 
CG/SS/SKD/

(Release ID: 1806864) Visitor Counter : 852


Read this release in: English , Urdu