খনিমন্ত্রক
খনন ক্ষেত্রে ২০১৮-২০২৩ এ ৮.৫ শতাংশ অগ্রগতির লক্ষ্য
Posted On:
16 MAR 2022 3:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২২
নীতি আয়োগের পক্ষ থেকে ২০১৯ সালে New India @ 75 সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে ২০১৭-১৮’তে খনন ক্ষেত্রে ৩ শতাংশ থেকে ২০১৮-২৩ পর্যন্ত সময়ে বার্ষিক ৮.৫ শতাংশ হারে ১৪ শতাংশ পর্যন্ত অগ্রগতির লক্ষ্য স্থির হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, খনন ক্ষেত্রে ২০২১-২২ এ মোট মূল্য সংযুক্তির পরিমাণ (জিভিএ) দাঁড়ায় ২ লক্ষ ৯৪ হাজার ২৪ কোটি টাকা। আলোচ্য বছরে অগ্রগতির হার (-)৮.৬২ শতাংশ। ২০২১-২২ এর দ্বিতীয় আগাম হিসাব অনুযায়ী মোট মূল্য সংযুক্তির পরিমাণ ৩ লক্ষ ৩০ হাজার ৯৪৫ কোটি টাকা এবং অগ্রগতির হার ১২.৫৬ শতাংশ।
লোকসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান কয়লা ও খনি মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী।
CG/BD/SB
(Release ID: 1806861)
Visitor Counter : 167