জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

ফাংশনাল হাউজহোল্ড কানেকশন বা এফএইচটিসি,র মাধ্যমে বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য বার্ষিক কর্মপরিকল্পনা

Posted On: 14 MAR 2022 3:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ মার্চ, ২০২২
 
জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশিকা অনুসারে প্রতিবছর রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে পানীয় জলের সংযোগ দেওয়ার জন্য একটি বার্ষিক কর্ম পরিকল্পনা প্রস্তুত করা হয়। ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়িতে নল বাহিত পানীয় জলের সংযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
 
সেই অনুযায়ী অন্ধ্রপ্রদেশ রাজ্য শহর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে ২০২২-২৩ অর্থ বছরের মধ্যে বিশদ বার্ষিক কর্ম পরিকল্পনা চূড়ান্ত করতে এবং তা নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর মার্চ মাসে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির সঙ্গে আলোচনা করে বার্ষিক কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
 
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল এই তথ্য জানিয়েছেন।
 
CG/ SB

(Release ID: 1805992) Visitor Counter : 152
Read this release in: English , Urdu