প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

গুজরাটের গান্ধীনগরে ডেফএক্সপো ২০২২ আয়োজনের প্রস্তুতির পর্যালোচনা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং

Posted On: 28 FEB 2022 4:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
 
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ২০২২ – এর ডেফএক্সপো আয়োজনের প্রস্তুতির পর্যালোচনা করেছেন। স্থল, জল, বিমানবাহিনী ও দেশের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থার জন্য বিভিন্ন সংস্থা যেসব পণ্য সামগ্রী উদ্ভাবন করেছে, সেগুলি এশিয়ার বৃহত্তম এই প্রদর্শনীতে দেখানো হবে। ১০ই ফেব্রুয়ারি ভারতে স্বাস্থ্য সংক্রান্ত বিধির ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ায় এবং দেশ জুড়ে কোভিড সংক্রমিতের হার নিম্নমুখী হওয়ায় এবারের প্রদর্শনী বিশেষ গুরুত্ব পেয়েছে। গত বছর কোভিডের কারণে প্রদর্শনী আয়োজনের ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
 
ডেফএক্সপো ২০২২ – এর মূল ভাবনা হ’ল - ভারতের ‘গর্বের পথ’। এবারের প্রদর্শনী হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বেশ কিছু স্টল ভার্চ্যুয়াল পদ্ধতিতে শ্রোতা-দর্শকদের সামনে উপস্থাপিত হবে। সবরমতী নদী তীরে সর্বসাধারণের জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম প্রদর্শনের পাশাপাশি, হেলিপ্যাড প্রদর্শনী কেন্দ্রে বিভিন্ন সরঞ্জাম প্রদর্শিত হবে। এছাড়াও, মহাত্মা মন্দির কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ৭৮টি দেশ এই মেলায় অংশ নেবে। ৩৯টি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল প্রদর্শনী ঘুরে দেখবেন। প্রদর্শনীতে ১ হাজারেরও বেশি সংস্থা যোগদান করবে। ২০২০-র ফেব্রুয়ারি মাসে লক্ষ্ণৌতে ডেফএক্সপো অনুষ্ঠিত হওয়ার পর এবার গান্ধীনগরে এটি আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে ১৪ই মার্চ তরুণ শিল্পোদ্যোগীদের সঙ্গে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মতবিনিময়ের সুযোগ থাকছে।
 
এই অঞ্চলে শান্তি ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবপক্ষের বাণিজ্যিক স্বার্থ বজায় রেখে বিদেশি সংস্থাগুলিকে এদেশে বিনিয়োগে উৎসাহিত করার নীতির সঙ্গে সাযুজ্য রেখে ডেফএক্সপো ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে। পর্যালোচনা বৈঠকের পর এবারের প্রদর্শনী যে সফল হবে, সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী আশাবাদী। বৈঠকে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট, সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে, প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার, ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ জি সতীশ রেড্ডি প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
CG/CB/SB

(Release ID: 1801887) Visitor Counter : 167