সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ধাক্কা মেরে পালিয়ে যাওয়া মোটর দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যের বিজ্ঞপ্তি জারি

प्रविष्टि तिथि: 27 FEB 2022 7:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
 
ধাক্কা মেরে পালিয়ে যাওয়া মোটর দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যের একটি নতুন প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। ২৫শে ফেব্রুয়ারি ২০২২-এ জারি করা এই বিজ্ঞপ্তিতে অর্থ সাহায্যের পরিমাণ আগের তুলনায় বাড়ানো হয়েছে (গুরুতর আঘাতের ক্ষেত্রে আগে অর্থ সাহায্যের পরিমাণ ছিল ১২ হাজার ৫০০ টাকা, তা এখন বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হল। মৃত্যুর ক্ষেত্রে নিকট আত্মীয়দের অর্থ সাহায্যের পরিমাণ ছিল ২৫ হাজার টাকা, তা বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হল)। অর্থ সাহায্য পাওয়ার জন্য আবেদনের প্রক্রিয়া এবং ক্ষতিগ্রস্তদের অর্থ প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছে। সোলাশিয়াম স্কিম, ১৯৮৯-এর পরিবর্তে পয়লা এপ্রিল ২০২২ থেকে নতুন এই প্রকল্প কার্যকর হবে। 
 
এছাড়া মন্ত্রকের পক্ষ থেকে ২৫.০২.২০২২ তারিখের বিজ্ঞপ্তিতে মোটর যান দুর্ঘটনা তহবিলের সৃষ্টি, তার পরিচালনা, তহবিলের উৎস ইত্যাদি সম্পর্কেও বিধি প্রকাশ করা হয়েছে। এই তহবিলের অর্থ ধাক্কা মেরে পালিয়ে যাওয়া মোটর দুর্ঘটনা, আহতদের চিকিৎসা এবং কেন্দ্রীয় সরকারের বিবেচনা মত অন্য কোনো কারণে ব্যবহার করা যাবে। 
 
CG/SD/SKD/

(रिलीज़ आईडी: 1801771) आगंतुक पटल : 446
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi