প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতির ফ্লিট রিভিউতে ভারতীয় নৌ-বাহিনী আধুনিক মানের এবং দেশীয় ভাবে নির্মিত নৌবহর প্রদর্শন করেছে

प्रविष्टि तिथि: 21 FEB 2022 6:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২২

 

ভারতের রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার শ্রী রাম নাথ কোবিন্দ আজ বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীর ফ্লিট পরিদর্শন করেছেন। 'জাতির সেবায় ৭৫ বছর'-এই ভাবনা নিয়ে ভারতীয় নৌবাহিনী তার সর্বশেষ অবস্থা সম্পর্ক রিভিউতে সমস্ত কিছু প্রদর্শন করেছে। এটি ছিল ফ্লিট রিভিউয়ের ১২ তম সংস্করণ। যা আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে পরিচালিত হয়েছে।

এদিন ২১ টি গান স্যালুট এবং আনুষ্ঠানিক গার্ড অব অনার- এর পর রাষ্ট্রপতি নৌবাহিনী দেশীয়ভাবে নির্মিত জাহাজ আইএনএস সুমিত্রাতে করে যাত্রা করেন। রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী শ্রীরাজনাথ সিং এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। রাষ্ট্রপতিকে নৌবাহিনীর বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ এবং সাবমেরিন দেখানো হয়। এর পাশাপাশি তাঁকে নৌবাহিনীর বেশকিছু কলাকৌশলও দেখানো হয়।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, বিশ্ব বাণিজ্যের একটা বড় অংশ সমুদ্র অঞ্চল দিয়ে পরিবাহিত হয়। দেশের বাণিজ্য ও জ্বালানি চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ সমুদ্রের মাধ্যমে মেটানো হয়। সমুদ্র অঞ্চলের নিরাপত্তা তাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারতীয় নৌবাহিনীর অবিরাম নজরদারি ও অক্লান্ত প্রচেষ্টার ফলে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সফল হয়েছে।

রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, করোনা অতিমারি চলাকালীন ভারতীয় নৌ-বাহিনী 'মিশন সাগর' এবং 'সমুদ্র সেতু'- র মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়া ভারতীয় নাগরিক এবং বিদেশী নাগরিকদের ওষুধ সরবরাহ করে বন্ধুত্বপূর্ণ দেশগুলির মধ্যে সহায়তা প্রদান করেছে। সংকটের সময়ে ভারতীয় নৌবাহিনীর তাৎক্ষণিক এবং কার্যকর মোতায়েনের ফলে  মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে।

ভারতীয় নৌবাহিনী ক্রমান্বয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠেছে এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অগ্রভাগে রয়েছে বলে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি জাহাজ নির্মাণকারী সংস্থা বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন তৈরি করেছে যার ৭০ শতাংশই দেশীয়।

তিনি বলেন যে, এটা অত্যন্ত গর্বের বিষয় যে ভারত পারমাণবিক সাবমেরিন তৈরি করেছে। শীঘ্রই আমাদের দেশীয়ভাবে তৈরি বিমানবাহী রণতরী 'বিক্রম' পরিষেবাতে অংশ দেবে। রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, দেশীয় নৌ জাহাজ নির্মাণ ক্ষমতা আত্মনির্ভর ভারত নির্মাণের একটি অবদান।

করোনা অতিমারির সমস্ত চ্যালেঞ্জ ও বিধিনিষেধকে অতিক্রম করে প্রেসিডেন্সিয়াল ফ্লিট করার জন্য রাষ্ট্রপতি নৌ বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে তাঁর কাছে এটি একটি স্মরণীয় মুহূর্ত বলে তিনি উল্লেখ করেন।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1800315) आगंतुक पटल : 349
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil