স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ আজ দিল্লীতে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন

Posted On: 18 FEB 2022 6:55PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৮  ফেব্রুয়ারি, ২০২২


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ আজ দিল্লীতে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল শ্রী মনোজ সিনহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভাল এবং ভারত সরকার, জম্মু-কাশ্মীর সরকার ও সেনাবাহিনীর বরিষ্ঠ আধিকারিকরা।

শ্রী অমিত শাহ নিরাপত্তা বাহিনীর প্রয়াসের প্রশংসা করেন যে প্রয়াসে গত কয়েক বছরে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘটনা কমেছে। ২০১৮য় ৪১৭ থেকে কমে ২০২১এ হয়েছে ২২৯। অন্যদিকে ২০১৮য় যেখানে ৯১ জন জওয়ান শহীদ হয়েছিলেন, ২০২১এ তা কমে দাঁড়িয়েছে ৪২।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী,নিরাপত্তার বেড়াজাল আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন যাতে একটাও অনুপ্রবেশের ঘটনা না ঘটে এবং সন্ত্রাসবাদ নির্মূল হয়।


CG/AP/NS


(Release ID: 1799448) Visitor Counter : 187


Read this release in: English , Urdu , Hindi , Tamil