কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কৃষকদের জ্ঞান সমৃদ্ধ করে তুলতে ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যবহার

Posted On: 11 FEB 2022 5:40PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১১ ফেব্রুয়ারি, ২০২২
 
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের আরও জ্ঞান সমৃদ্ধ করে তুলতে ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে কৃষি কাজের প্রসারে গণমাধ্যমের সহযোগিতা। এই কর্মসূচিতে কৃষক সমাজের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। এছাড়াও ডিডি কিষাণ, দূরদর্শনের ১৮টি আঞ্চলিক কেন্দ্র এবং আকাশবাণীর ৯৬টি এফএম স্টেশনের মাধ্যমে কৃষি সম্পর্কিত অনুষ্ঠান সম্প্রচার করা হয়। কৃষক সমাজকে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করে তুলতে ট্যুইটার, ফেসবুক, ইনস্ট্রাগ্রাম এবং ইউটিউবের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে কাজে লাগানো হচ্ছে। 
 
কৃষকদের বিভিন্ন প্রজাতির কৃষিকাজ সম্পর্কে সচেতন করে তুলতে ভারতীয় কৃষি গবেষণা পর্ষদের একাধিক প্রতিষ্ঠান এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলির পক্ষ থেকে ২৮৩টি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। সরকার আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতন করে তুলতে এগ্রিক্যালচার টেকনলোজি ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে কৃষি ক্ষেত্রে সংস্কারমূলক কর্মসূচি রূপায়ণ করছে। দেশের ২৮টি রাজ্য ও ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৬৯১টি জেলায় কৃষি সংস্কার মূলক এই কর্মসূচি রূপায়িত হচ্ছে। দেশে উদ্যান পালন ক্ষেত্রের সার্বিক বিকাশে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সুসংহত উদ্যান পালন উন্নয়ন কর্মসূচি রূপায়িত হচ্ছে। এই কর্মসূচিতে বিভিন্ন ধরণের ফলমূল ও শাক-সব্জি, মাশরুম, মশলা, ফুল, সুগন্ধি গাছ, নারকেল ও বাঁশ জাতীয় উদ্ভিদকে নিয়ে আসা হয়েছে। দেশের ২৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধান, গম, ডালশস্য, মোটা জাতীয় দানাশস্য, পুষ্টিকর দানা (বাজরা) প্রভৃতির উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন রূপায়িত হচ্ছে। 
 
ভারতীয় কৃষি গবেষণা পরিষদ তার ৭২৯টি কৃষি বিজ্ঞান কেন্দ্রের নেটওয়ার্কের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতন ও তথ্যাভিজ্ঞ করে তুলছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলি কৃষক এবং কৃষি কাজের সঙ্গে যুক্ত মহিলাদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে। 
 
রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর। 
 
 
CG/BD/AS/

(Release ID: 1797929)
Read this release in: English , Urdu