ভারী শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট শিল্প সংস্থার জন্য উৎপাদন সংযুক্ত উৎসাহ (পিএলআই) প্রকল্পের “চ্যাম্পিয়ন ওইএম উৎসাহ প্রকল্প” এর আওতায় ২০ জন আবেদনকারীকে অনুমোদন দেওয়া হয়েছে

Posted On: 11 FEB 2022 4:16PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১১  ফেব্রুয়ারি, ২০২২


ভারতে অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট শিল্প সংস্থার জন্য উৎপাদন সংযুক্ত উৎসাহ (পিএলআই) প্রকল্পের আওতায় মোট ১১৫টি সংস্থা আবেদন জমা দিয়েছে। গত বছর ২৩শে সেপ্টেম্বর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ৯ই জানুয়ারি পর্যন্ত এই প্রকল্প আবেদন জানানোর সুযোগ ছিল। আগামী পয়লা এপ্রিল থেকে টানা ৫ বছরের জন্য ভারতে উৎপাদিত অ্যাডভান্সড অটোমোটিভ টেকনোলজি (এএটি) পণ্যের (যানবাহন এবং উপাদান) নির্ধারিত বিক্রির জন্য উৎসাহ যোগানো হবে।

ভারতে অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট শিল্প সংস্থার জন্য পিএলআই প্রকল্প অনুমোদন করা হয়েছে। এরজন্য ২৫ হাজার ৯৩৮ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট শিল্প সংস্থার জন্য পিএলআই প্রকল্প এএটি পণ্যগুলির দেশীয় পণ্যগুলির উৎপাদনে উৎসাহ যোগাবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অটোমোবাইল শিল্প ক্ষেত্রের বাজার আরও বেশি চাঙ্গা হয়ে উঠবে। উল্লেখ্য এই প্রকল্পে ১১৫টি আবেদন থেকে ২০ জন আবেদনকারীকে বেছে নেওয়া হয়েছে।
    
গাড়ি নির্মাণ শিল্পের জন্য পিএলআই প্রকল্পটি নতুন বিনিয়োগকারীদের জন্য এক উন্মুক্ত পরিবেশ তৈরি করেছে। এই ক্ষেত্রের জন্য পিএলআই প্রকল্পটি ইতিমধ্যেই চালু করা হয়েছে। এতে গাড়ি নির্মাণ শিল্পে দেশীয় বাজার যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানী ভিত্তিক পরিবহণ ব্যবস্থা থেকে স্বচ্ছ, সুস্থায়ী, উন্নত এবং আরও দক্ষ বৈদ্যুতিক যানবাহন ভিত্তিক ব্যবস্থায় উন্নতিসাধন সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে আত্মনির্ভর ভারতের আহ্বান জানিয়েছিলেন,তার ডাকে সাড়া দিয়ে আগামীদিনে গাড়ি উৎপাদন শিল্পক্ষেত্রে ভারত বিশ্বের অন্যতম গন্তব্যস্থল হয়ে উঠবে।


CG/SS/NS


(Release ID: 1797907) Visitor Counter : 827


Read this release in: English , Urdu , Hindi