যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

সরকার উদ্ভাবনী গবেষণার সুবিধার্থে মেশিন থেকে মেশিন যোগাযোগ ব্যবস্থার পরিসর প্রসারিত করার পদক্ষেপ নিচ্ছে

Posted On: 10 FEB 2022 2:30PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১০ ফেব্রুয়ারি,  ২০২২

 

কেন্দ্রীয় সরকার মেশিন থেকে মেশিন বা ইন্টারনেট অফ থিংসের দ্রুত উন্নত প্রযুক্তি সম্পর্কে সচেতন, সুরক্ষা, নজরদারি চালাতে পদক্ষেপ নিয়েছে । এই ব্যবস্থাপনা অনলাইনের মাধ্যমে চিকিৎসা, কৃষি, আধুনিক শহর, শিল্প ইত্যাদি ক্ষেত্রে পরিকাঠামো তৈরিতে ব্যবহৃত হচ্ছে । মেশিন থেকে মেশিন যোগাযোগ ব্যবস্থাপনা দেশে ডিজিটাল ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়া গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । মেশিন থেকে মেশিন পরিষেবা প্রদানকারী এবং ডব্লুইপিএএন/ডব্লুইএলএএন যোগাযোগ সরবরাহকারীদের নাম নথিভুক্তকরণের জন্য চলতি বছরের চৌঠা ফেব্রুয়ারি নির্দেশিকা জারি করা হয়েছে । এটি টিপিএস যোগাযোগ, কেওয়াইসি, অনুসন্ধান ক্ষমতা এবং গোপনীয়তা সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করবে । সারা দেশে কেন্দ্রীয় টেলি যোগাযোগ বিভাগের ক্ষেত্রীয় পর্যায়ের কার্যালয়ে নাম নথিভুক্ত করা যেতে পারে । 

মেশিন থেকে মেশিন এবং মেশিন-মেশিন থেকে ভিএনও-র জন্য নতুন লাইসেন্স চালু করা হয়েছে । এর জন্য চলতি বছরের ১৭-ই জানুয়ারি সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে । নতুন লাইসেন্সগুলি মেশিন থেকে মেশিন বা ইন্টারনেট অফ থিংস অভ্যন্তরীণ সংযোগের জন্য নেটওয়ার্ক তৈরি, পরিচালনা এবং সরবরাহ নিশ্চিত করবে । পূর্ববর্তী ৮৬৫-৮৬৭ মেগাহার্জ ব্যান্ডে ১ মেগাহার্জ অতিরিক্ত স্পেক্ট্রাম মেশিন থেকে মেশিন বা ইন্টারনেট অফ থিংস পরিচালনার ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও টেলি যোগাযোগ বিভাগ মেশিন টু মেশিন বা ইন্টারনেট অফ থিংস ক্ষেত্র সম্প্রসারণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ।

 

CG/SS/RAB



(Release ID: 1797535) Visitor Counter : 112