বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

বসবাসযোগ্য গ্রহের সন্ধানে নতুন কৃত্রিম মেধাযুক্ত পদ্ধতির ব্যবহার

प्रविष्टि तिथि: 10 FEB 2022 10:20AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি, ২০২২

 

ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মান্ডে বসবাসযোগ্য গ্রহের সন্ধানে কৃত্রিম মেধাযুক্ত অ্যালগরিদামের সাহায্য নিচ্ছেন। এই ব্রহ্মান্ডে পৃথিবীর পাশাপাশি অন্য কোথাও বসবাসযোগ্য গ্রহ আছে বলে ধারণা করা হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বিশ্ব ব্রহ্মান্ডের কোটি কোটি গ্রহের মধ্যে কোথাও কি প্রাণের স্পন্দন অনুভব  করা যায়?

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্ত্ব শাসিত সংস্থা ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের গবেষকরা বিটস্ পিলানির গোয়া ক্যাম্পাসের জ্যোতির্বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে বসবাসযোগ্য গ্রহের সন্ধানে কাজ করছেন। এই কাজে তাঁদের নতুন উদ্ভাবনটি রয়্যাল অ্যাস্ট্রোনমিকাল সোসাইটির মাসিক মুখপত্রে প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, প্রায় ৫ হাজার গ্রহের মধ্যে ৬০টি গ্রহ বসবাসযোগ্য। পৃথিবীর সঙ্গে এই গ্রহগুলির চরিত্রের মিল রয়েছে। বিটস্‌ পিলানির গোয়া ক্যাম্পাসের ডঃ স্নেহাংশু সাহা এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের ডঃ মার্গারিটা স্যাফোনোভার নেতৃত্বে গবেষকরা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বসবাসযোগ্য গ্রহের সন্ধান চালাচ্ছেন। এই কাজে মাল্টিস্টেজ নেমেটিক বাইনারি ট্রি অ্যানোম্যালি আইডেন্টিফায়ার পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এই পদ্ধতিতে পৃথিবীর সমান বৈশিষ্ট্যযুক্ত বেশ কয়েকটি গ্রহের সন্ধান পাওয়া গেছে।

 

CG/CB/SB


(रिलीज़ आईडी: 1797355) आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil