বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর ও দক্ষিণ ভারতীয় মহাসাগরে উঁচু ঢেউয়ের জন্য উপকূলবর্তী অঞ্চলে বসবাসরত সম্প্রদায়গুলির কাছে তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে
Posted On:
04 FEB 2022 2:36PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ঠা ফেব্রুয়ারী , ২০২২
ভারতীয় বিজ্ঞানীরা সম্প্রতি একটি গবেষণায় দেখেছেন, বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর ও দক্ষিম ভারতীয় মহাসাগরে সৃষ্ট উঁচু ঢেউ ভবিষ্যতে ঐ অঞ্চলের উপকূলগুলিতে বসবাসরত মানুষের জীবনে সঙ্কট সৃষ্টি করতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলবর্তী অঞ্চলের মানুষেরা প্লাবন ও জলোচ্ছ্বাসের জন্য বিরাট এক সঙ্কটের সম্মুখীন হতে শুরু করেছেন। সংশ্লিষ্ট অঞ্চলের পরিকাঠামো, জলোচ্ছ্বাস ও প্লাবনের ফলে নতুন এক সঙ্কটের সম্মুখীন হয়েছে। জলোচ্ছ্বাসের জন্য ফসল নষ্ট হচ্ছে। সমুদ্রের জল সংশ্লিষ্ট অঞ্চলের ঢুকে পড়ার ফলে ভূগর্ভস্থ জলে নুনের ভাগ বেড়ে যায়। এর ফলে ওই অঞ্চলের স্বাভাবিক জনজীবন ব্যহত হচ্ছে। খড়গপুর আইআইটির অতীরা কৃষ্ণণ ও প্রসাদ কুমার ভাস্করণ এবং নতুন দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল গবেষক যৌথ উদ্যোগে এই সমস্যার সমাধানের পন্থা বের করতে উদ্যোগী হয়েছেন। বিজ্ঞানীরা এখন উত্তর ভারত মহাসাগর অঞ্চলে এধরণের বড় ঢেউ নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যা হচ্ছে, সেগুলি সম্পর্কে বিশদে এই গবেষণায় তুলে ধরা হয়েছে।
CG/CB/SFS
(Release ID: 1795713)
Visitor Counter : 137