জলশক্তি মন্ত্রক

চালু পারিবারিক পাইপ বাহিত জলের কল

Posted On: 03 FEB 2022 5:08PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৩ ফেব্রুয়ারি, ২০২২
 
ভারত সরকার ২০১৯-এর আগস্ট থেকে রাজ্য সরকারগুলির সঙ্গে সহযোগিতায় জল জীবন মিশন রূপায়ণ করছে। এই কর্মসূচির উদ্দেশ্য হল, পাইপ বাহিত জল সংযোগের মাধ্যমে প্রতিটি গ্রামীণ পরিবারে দৈনিক অন্ততপক্ষে ৫৫ লিটার জল সরবরাহ করা। জল জীবন মিশন শুরু হওয়ার আগে পর্যন্ত দেশে ১৮ কোটি ৯৩ লক্ষ গ্রামীণ পরিবারের মধ্যে কেবল ৩ কোটি ২৩ লক্ষ পরিবারে পাইপ বাহিত জল সংযোগের সুবিধা ছিল। কর্মসূচি শুরু হওয়ার পর গত ২৯ মাসে গ্রামাঞ্চলে জল সংযোগের সুবিধা ৫ কোটি ৬৭ লক্ষ পরিবারে পৌঁছে গেছে। এর ফলে, এখনও পর্যন্ত ১৯ কোটি ২৮ লক্ষ গ্রামীণ পরিবারের মধ্যে ৮ কোটি ৯০ লক্ষ পরিবারে পাইপ বাহিত জল সংযোগের সুবিধা রয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন জল শক্তি প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1795234) Visitor Counter : 109


Read this release in: English , Urdu