সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
২০২১ এর মোটর ভেহিকেলসের নিয়মাবলীর বাস্তবায়নের সুফল
Posted On:
02 FEB 2022 3:44PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২রা ফেব্রুয়ারী , ২০২২
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের প্রাপ্ত তথ্য অনুযায়ী নিয়মভঙ্গ করে গাড়ি চালানোর জন্য সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য প্রকাশিত হয়েছে। এই তথ্য অনুযায়ী ২০১৮ সালে আইন ভঙ্গ করে গাড়ি চালানোর কারণে ৪ লক্ষ ৬৭ হাজার ৪১টি দুর্ঘটনা ঘটেছিল। ২০২০ সালে তা কমে দাঁড়ায় ৩ লক্ষ ৬৬ হাজার ১৩৮। বেশি জোরে গাড়ি চালানোর কারণে ২০১৮ সালে ৩ লক্ষ ১০ হাজার ৬১২ এবং ২০২০ সালে ২ লক্ষ ৬৫ হাজার ৩৪৩টি দুর্ঘটনা ঘটেছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে ২০১৮ সালের ১২ হাজার ১৮টি দুর্ঘটনা ঘটেছে। ২০২০ সালে তা কমে দাঁড়িয়েছে ২০ হাজার ২২৮। লালবাতির নিয়ম না মেনে গাড়ি চালানোয় ২০১৮ সালে ৪ হাজার ৪৪১টি এবং ২০২০ সালে ২ হাজার ৭২১টি দুর্ঘটনা ঘটেছে। গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোন ব্যবহার করার কারণে ২০১৮ সালে ৯ হাজার ৩৯টি এবং ২০২০ সালে ৬ হাজার ৭৫৩টি দুর্ঘটনা ঘটেছে।
মন্ত্রকের প্রাপ্ত তথ্য অনুসারে নতুন আইনের কারণে যে জরিমানা আদায় করা হয়েছে, তার নিরিখে ২০১৯ সালের পয়লা সেপ্টেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ৫৫০ কোটি ৭৩ লক্ষ ২৮০৪ টাকা আয় হয়েছে। ২০২০ সালে এই অর্থের পরিমাণ ১৫৬ কোটি ৪৫ লক্ষ ৭২ হাজার টাকার বেশি। ২০২১ সালে নতুন আইনের ফলে জরিমানা আদায় হয়েছে ২১০০ কোটি টাকার বেশি। পশ্চিমবঙ্গে ২০২১ সালে জরিমানা থেকে আয় হয়েছে ২ লক্ষ ৬০ হাজার টাকার বেশি। আসামে ২০১৯ এর পয়লা সেপ্টেম্বর থেকে ৩১শে সেপ্টেম্বর পর্যন্ত আয় হয়েছে ৯০ লক্ষ ৭৪ হাজার টাকা। ২০২০ সালে এই পরিমাণ ছিল ১৪ কোটি ৮৪ লক্ষ ৬৯ হাজার এক টাকা। ২০২১ সালে আসামে জরিমানা বাবদ আয় হয়েছে ৫২ কোটি ৮৩ লক্ষ টাকার বেশি। ত্রিপুরাতে পয়লা সেপ্টেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত জরিমানা বাবদ আয় হয়েছে এক হাজার টাকা। ২০২০ সালে আদায়কৃত জরিমানার ৩৫ লক্ষ ৯২০০ টাকা। ২০২১ সালে আয় হয়েছে ১ কোটি ৩৭ লক্ষ ২৯ হাজার ৬০০ টাকা।
মন্ত্রক জানিয়েছে, নতুন আইনের বলে কত জন শাস্তি পেয়েছেন তার উল্লেখ নেই। তবে, ২০১৯ সালে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ৭০ হাজার ৪৪৪টি চালান কাটা হয়েছে। ২০২০ সালে ৫৬ হাজার ২০৪টি এবং ২০২১ সালে ৪৮ হাজার ১৪৪টি চালান কাটা হয়েছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি।
CG/CB/SFS
(Release ID: 1795202)
Visitor Counter : 129