প্রতিরক্ষামন্ত্রক

পঞ্চম স্করপিয়ান ডুবো জাহাজ 'ভগির'-এর প্রথম সামুদ্রিক অভিযান

Posted On: 02 FEB 2022 5:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ ফেব্রুয়ারি, ২০২২
 
ভারতীয় নৌবাহিনীর কালভারী শ্রেণীভুক্ত প্রজেক্ট ৭৫, ইয়ার্ড ১১৮৭৯-এর পঞ্চম ডুবো জাহাজ পয়লা ফেব্রুয়ারি  সমুদ্রে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে।  ২০২০ সালের নভেম্বরে মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডের (এমডিএল) কানহোজি আংরে ওয়েট বেসিন থেকে ডুবো জাহাজটি চালু করা হয়।  নৌবাহিনীতে অন্তর্ভুক্তির পর এই ডুবো জাহাজটি'র নাম দেওয়া হবে 'ভাগির'।
 
কোভিড মহামারী সত্ত্বেও, এমডিএল ২০২১ সালে প্রজেক্ট-৭৫ এর আওতাধীন দুটি ডুবো জাহাজ সরবরাহ করেছে এবং পঞ্চম ডুবো জাহাজটি সমুদ্রে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে,যা এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
 
সমুদ্রে এখন এই ডুবো জাহাজটির সমস্ত ব্যবস্থাপনা নিবিড় পরীক্ষার করা হবে।এই পরীক্ষা শেষ হওয়ার পরে, ডুবো জাহাজটিকে চলতি বছরে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।
 
CG/SS


(Release ID: 1795201) Visitor Counter : 169


Read this release in: Marathi , English , Urdu , Hindi