মানবসম্পদবিকাশমন্ত্রক

বিদ্যালয় শিক্ষার জন্য সমগ্র শিক্ষা অভিযান

Posted On: 02 FEB 2022 5:03PM by PIB Kolkata
নতুন দিল্লি,২ ফেব্রুয়ারি,২০২২
 
বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা বিভাগ ২০১৮-১৯ সাল থেকে বিদ্যালয় শিক্ষা-সমগ্র শিক্ষার জন্য একটি কেন্দ্রীয়ভাবে  সাহায্যপ্রাপ্ত সমন্বিত প্রকল্প চালু করেছে।  এই প্রকল্পে সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং শিক্ষক শিক্ষা'র তিনটি পূর্ববর্তী কেন্দ্রীয়ভাবে  সাহায্যপ্রাপ্ত প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।এখানে  প্রাক-বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিস্তৃত বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা এবং বিদ্যালয় শিক্ষার সকল স্তরে অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত মানসম্পন্ন শিক্ষাদান নিশ্চিত করা হয়েছে। শিক্ষার জন্য সুস্থায়ী উন্নয়ন লক্ষ্য অনুসারে এবং বিদ্যালয় শিক্ষাকে একটি ধারাবাহিকতা হিসাবে বিবেচনা করে এই প্রকল্প গড়ে তোলা হয়েছে।
 
যাতে সমস্ত শিশু একটি ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ পরিবেশের সঙ্গে মানসম্পন্ন শিক্ষার সুযোগ পায় তার জন্য  সমগ্র শিক্ষা প্রকল্পটিকে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর সুপারিশগুলির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এতে শিক্ষার্থীদের বৈচিত্র্যময় পটভূমি, বহুভাষিক চাহিদা, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় যত্ন নেওয়া সম্ভব হবে এবং শিক্ষন  প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণকারী করে তোলা যাবে। এই প্রকল্প ২০২১সালের পয়লা এপ্রিল থেকে ২০২৬ সালের ৩১শে মার্চ পর্যন্ত পাঁচ বছরের জন্য চালু রাখা হয়েছে৷
 
এই প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলি হল: (i) জাতীয় শিক্ষা নীতি ২০২০এর সুপারিশগুলি বাস্তবায়নে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সহায়তা করা;  (ii) শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন,২০০৯ বাস্তবায়নে রাজ্যগুলিকে সহায়তাদান;  (iii) প্রারম্ভিক শৈশবে যত্ন এবং শিক্ষার উপর নজর দেওয়া;  (iv) সাক্ষরতার ভিত এবং সংখ্যার দক্ষতার উপর জোর দেওয়া;  (v) শিক্ষার্থীদের মধ্যে একুশ শতকের দক্ষতা প্রদানের জন্য সামগ্রিক, সুসংহত, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকলাপ ভিত্তিক পাঠ্যক্রম ও শিক্ষাবিদ্যার উপর জোর দেওয়া;  (vi) মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের শেখার ফলাফল বৃদ্ধি করা;  (vii) বিদ্যালয় শিক্ষায় সামাজিক ও লিঙ্গ বৈষম্য দূর করা;  (viii) বিদ্যালয় শিক্ষার সকল স্তরে সমতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা;  (ix) স্টেট কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এসসিইআরটি)/স্টেট ইনস্টিটিউট অফ এডুকেশন এবং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং (ডিআইইটি)-কে শিক্ষক প্রশিক্ষণের জন্য নোডাল এজেন্সি হিসেবে শক্তিশালীকরণ ও  আধুনিক করা;  (x) নিরাপদ, সুরক্ষিত এবং উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয় শিক্ষার মান বজায় রাখা এবং (xi) বৃত্তিমূলক শিক্ষার বিষয়ে প্রচার।  এই প্রকল্পের আওতায়, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সর্বজনীন ও মানসম্পন্ন বিদ্যালয় শিক্ষা প্রদানে প্রশিক্ষণ সহ  উপরোক্ত কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
 
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী।
 
CG/SS


(Release ID: 1795194) Visitor Counter : 164


Read this release in: English , Urdu , Tamil