স্বরাষ্ট্র মন্ত্রক
দেশ জুড়ে মানব পাচার প্রতিরোধ কেন্দ্র বা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট করা হয়েছে
Posted On:
02 FEB 2022 6:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ ফেব্রুয়ারি, ২০২২
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর বার্ষিক প্রকাশনা "ক্রাইম ইন ইন্ডিয়া-২০২০" অনুযায়ী বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৬৯৬ টি মানব পাচার প্রতিরোধ কেন্দ্র বা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এইসব কেন্দ্রগুলিকে আরও শক্তিশালী করার জন্য ১০০ কোটি টাকা আর্থিক সাহায্য দিয়েছে।
সারাদেশে মোট মানব পাচার প্রতিরোধ কেন্দ্র বা অ্যান্টি হিউমান ট্রাফিকিং ইউনিট রয়েছে ৬৯৬ টি।
এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৩৮ টি।
রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে ২০১৬ সালে পশ্চিমবঙ্গে মানব পাচার জনিত ঘটনার সংখ্যা ৩৫৭৯। এরমধ্যে চার্জশিট জমা দেওয়া হয়েছে ১১৮৬ টির।
২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে কেসের সংখ্যা ১৭২ টি।
এই সংখ্যা পশ্চিমবঙ্গে ২০২০ সালে মোট ৫৯ টি।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী অজয় কুমার মিশ্র এই তথ্য জানিয়েছেন।
CG/ SB
(Release ID: 1794918)
Visitor Counter : 232