মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

কলকাতা আইআইএসইআর-এর অন্যতম সহযোগী অধ্যাপক ২০২১-এর ইয়ং ইনভেস্টিগেটর পুরস্কার পেলেন

Posted On: 10 JAN 2022 9:29PM by PIB Kolkata

কলকাতা,  ১০ জানুয়ারি, ২০২২


কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)-এর কেমিক্যাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ বিপ্লব মাজি ২০২১-এর ইয়ং ইনভেস্টিগেটর পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন । এই পুরস্কার দেয়  সুইৎজারল্যান্ডের ব্রাসেল থেকে প্রকাশিত এমডিপিআই-এর জার্নাল অফ কেমিস্ট্রির শীর্ষ স্থানীয় পত্রিকা মলিকিউলস।

ডঃ মাজিকে মনোনীত করেছেন জার্মানির লুডভিগ – ম্যাক্সিমিলিয়ন্স-ইউনিভার্সিটাট মুনসেনের অধ্যাপক হার্ভার্ড মেইর এবং জাপানের চুবু ইউনিভার্সিটির অধ্যাপক হিসাশি ইয়ামামোতো ।

উল্লেখ্য,  ডঃ মাজি ২০১৬-র জুলাই-এ কলকাতার আইআইএসইআর-এ যোগ দেন সহকারি অধ্যাপক হিসেবে । সম্প্রতি একই বিভাগে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন । ডঃ মাজির গবেষণার বিষয় দূষণহীন এবং আরও দীর্ঘস্থায়ী রাসায়নিক সংশ্লেষণ (কাইনেটিক্স অ্যান্ড মেকানিজমস অর্গানিক সিন্থেসিস : সিন্থেসিস অফ ন্যাচারাল প্রোডাক্টস অ্যান্ড বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস) নিয়ে । ডঃ মাজির গবেষণার বিষয় প্রকাশিত হয়েছে বিশ্বের বহু নামি পত্রপত্রিকায় । বিশ্বের নানা অংশে তাঁর গবেষণামূলক প্রবন্ধগুলি নিয়ে আলোচনা হয় এবং গবেষকরা তাঁর কাজ অনুসরণ করেন ।

ডঃ মাজি রসায়নে এমএসসি করেছেন কানপুর আইআইটি থেকে ২০০৯-এ এবং জৈব রসায়নে পিএইচডি করেছেন ২০১২-য় লুডভিগ ম্যাক্সিমিলিয়ান্স ইউনির্ভাসিটাট মুনসেনের রসায়ন বিভাগ থেকে ।

পুরস্কার হিসেবে ডঃ মাজি পাবেন সাম্মানিক ২০০০ সুইস ফ্রাঁ, ২০২২-এর জুলাইয়ের আগে মলিকিউলসে বিনামূল্যে প্রবন্ধ ছাপাবার প্রস্তাব এবং একটি খোদিত ফলক ।

 

SSS/AP/RAB


(Release ID: 1789252) Visitor Counter : 48
Read this release in: English