প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিআরডিও ৫টি ভারতীয় সংস্থাকে প্রচন্ড শীতে ব্যবহারের জন্য বিশেষ ধরণের পোষাকের প্রযুক্তি হস্তান্তর করেছে

Posted On: 28 DEC 2021 3:55PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ই ডিসেম্বর, ২০২১

 

প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা ও উন্নয়ন দপ্তরের সচিব এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন (ডিআরডিও) –এর চেয়ারম্যান ড. জি সতীশ রেড্ডি নতুন দিল্লিতে ৫টি ভারতীয় সংস্থাকে প্রচন্ড শীতে ব্যবহারযোগ্য পোষাকের জন্য দেশীয়  প্রযুক্তি হস্তান্তর করেছেন। ভারতীয় সেনাবাহিনী হিমবাহ এবং হিমালয়ের উচ্চস্থানে যখন কোনো অভিযান চালায়, তখন বাহিনীর সদস্যদের প্রচন্ড শীতে ব্যবহারযোগ্য বিশেষ ধরণের পোষাক ব্যবহার করতে হয়। সুউচ্চস্থানে ব্যবহৃত এই সব পোষাকগুলি এতদিন আমদানী করতে হতো। ডিআরডিও আণবিক প্রযুক্তির মাধ্যমে প্রচন্ড শীতে ব্যবহারযোগ্য বিশেষ ধরণের পোষাক উদ্ভাবন করেছে। এখানে তাপরোধী ব্যবস্থা রয়েছে, যা শরীরের পক্ষে আরামদায়ক এবং এই পোষাক পরে নানাবিধ কাজ করতে কোনো সমস্যা হবে না। পোষাকটিতে তিনটি স্তর থাকবে। এর ফলে ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড থেকে হিমাঙ্কের নীচে ৫০ ডিগ্রী সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রায় এই পোষাক ব্যবহার করে কাজ করা যাবে। ড. রেড্ডি দেশীয় প্রযুক্তিতে এধরণের আরো সমগ্রী উদ্ভাবনের উপর গুরুত্ব দিয়েছেন। এর ফলে বিদেশ থেকে আমদানীর উপর নির্ভরতা যেমন কমবে, পাশাপাশি এই সব পোষাক প্রয়োজনে রপ্তানিও করা যাবে।    

 

CG/CB/SFS


(Release ID: 1785940) Visitor Counter : 215