সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতমালা পরিযোজনা কর্মসূচির আওতায় জাতীয় মহাসড়ক

Posted On: 22 DEC 2021 2:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর, ২০২১
 
ভারতমালা পরিযোজনার দ্বিতীয় পর্যায়ে ৫ লক্ষ ৬০ হাজার ২১৬ কোটি টাকা ব্যয়ে ১৯ হাজার ২৬৫ কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়ক গড়ে তোলার বরাত দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৬ হাজার ৭৫০ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান, সড়ক পরিবহণ ও জাতীয় মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি। 
তিনি আরও জানান, জাতীয় মহাসড়ক নির্মাণের লক্ষ্য প্রতি বছর চূড়ান্ত হয়। সরকার ২০২১-২২ অর্থবর্ষে ১২ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের লক্ষ্য স্থির করে। এর মধ্যে গত ৩০ নভেম্বর পর্যন্ত ৫ হাজার ১১৮ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে। চলতি অর্থবর্ষে জাতীয় মহাসড়ক নির্মাণে ধার্য লক্ষ্য পূরণে সরকার মহাসড়ক রূপায়ণের কাজে তীক্ষ্ণ নজর রাখছে। সেইসঙ্গে, জমি অধিগ্রহণ, জবর দখল, আইন-শৃঙ্খলা, পরিবেশ ও অরণ্য সংক্রান্ত ছাড়পত্র প্রভৃতি বিষয়ের অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করছে। সংশ্লিষ্ট রাজ্যের আধিকারিকদের নিয়ে দৈনিক/সাপ্তাহিক/মাসিক/ত্রৈমাসিক-ভিত্তিতে প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে, যাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমগ্র প্রকল্পের কাজ শেষ করা যায়। উল্লেখ করা যেতে পারে, ১ কিলোমিটার জাতীয় মহাসড়ক নির্মাণে প্রায় ৪ হাজার ৭৬টি কর্মদিবসের প্রয়োজন হয়। সেই অনুযায়ী, ভারতমালা পরিযোজনা রূপায়ণে ১৪.২ কোটি কর্মদিবসের প্রয়োজন। 
 
 
CG/BD/SB

(Release ID: 1784443) Visitor Counter : 190


Read this release in: English , Urdu