আইনওবিচারমন্ত্রক
মধ্যস্থতা বিল
Posted On:
17 DEC 2021 2:57PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ ডিসেম্বর, ২০২১
মধ্যস্থতা বিল, ২০২১- এর খসড়ায় বিরোধ নিষ্পত্তির বিকল্প প্রক্রিয়া হিসেবে মধ্যস্থতাকে শক্তিশালী ও প্রচার করতে এবং দেশে প্রাতিষ্ঠানিক মধ্যস্থতাকে উন্নীত করার জন্য জনমত চাওয়া হয়েছে। এজন্য
www.legalaffairs.gov.in এই ওয়েবসাইটে মতামত জানাতে হবে।
বিরোধ নিষ্পত্তির বিকল্প হিসেবে মধ্যস্থতা একটি সরল ও অবিরোধিতা মূলক পদ্ধতি যেখানে নাগরিক, বাণিজ্যিক এবং পারিবারিক বিরোধ সহ বিভিন্ন ধরনের বিরোধ সমাধান করতে সাহায্য করে।
আজ লোকসভায় কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী শ্রী কিরন রিজেজু এই তথ্য জানিয়েছেন।
CG/ SB
(Release ID: 1782876)
Visitor Counter : 167