নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

কিশোর-কিশোরীদের জন্য আবাসন

Posted On: 17 DEC 2021 3:21PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৭ ডিসেম্বর, ২০২১
 
কিশোর-কিশোরীদের জন্য বিচার ব্যবস্থা বা জুভেনাইল জাস্টিস (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইন, ২০১৫ –তে শিশুদের নিরাপত্তা, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করা হয়েছে। এই আইনের মাধ্যমে তাদের সুরক্ষা, চিকিৎসা এবং মৌলিক চাহিদা পূরণ করা হয়েছে। কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত  শিশু সুরক্ষা পরিষেবা (সিপিএস) প্রকল্পটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চালু করা হয়েছে। এর আওতায় শিশুদের বাধ্যতামূলকভাবে যত্ন নেওয়া এবং কঠিন পরিস্থিতিতে পরিষেবা প্রদান করা হয়ে থাকে। সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই জুভেনাইল জাস্টিস আইন ২০১৫ বাস্তবায়নের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে। এই আইন অনুসারে কিশোর-কিশোরীদের আবাসন গঠন সহ শিশুদের যত্ন নেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলিকে সুনির্দিষ্ট মানদণ্ড মেনে চলা বাধ্যতামূলক। মন্ত্রক এই প্রতিষ্ঠানগুলির সঙ্গে নিয়োমিত যোগাযোগ রক্ষা করে চলেছে। এমনকি এই ধরণের সমস্ত প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে পরিদর্শনের বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সময়ে সময়ে বিভিন্ন পরামর্শ পাঠানো হয়েছে। 
 
এই আইনের আওতায় শিশুদের যত্নের বিষয়ে পোশাক-পরিচ্ছদ, প্রসাধন সমগ্রী, পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্য,  চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলি মেনে চলার ক্ষেত্রে মন্ত্রক বারংবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুরোধ করেছে। এমনকি বাল্য বিবাহ নিষিদ্ধ করার লক্ষ্যে ২০০৬ সালে বাল্যবাবাহ নিষেধাজ্ঞা আইন প্রণয়ন করা হয়েছে। এই আইন অনুযায়ী বাল্য বিবাহ একটি জামিন অযোগ্য অপরাধ।
 
পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের। দেশের সংবিধানের সপ্তম তফশিলের (তালিকা-II)-এর আওতায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাই রাজ্যসরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে মানব পাচার সহ এই ধরণের সমস্ত অপরাধ প্রতিরোধ, শনাক্তকরণ এবং তদন্ত ও বিচারের দাত্বিও দেওয়া হয়েছে। 
 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি।
 
CG/SS/SKD/

(Release ID: 1782864)
Read this release in: English , Urdu , Tamil